বিরাট কোহলি অতি সাধারণ মানের ব্যাটসম্যান, পাক পেসার জুনেইদ খান।

বাংলাহান্ট ডেস্ক: বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিকে যেখানে বিশ্বের তাবড় তাবড় বোলাররা বল করতে ভয় পান। বিরাট কোহলির সামনে যেখানে বিশ্বের বড় বড় বোলারদের বল করার আগে হাঁটু কাঁপতে শুরু করে সেখানে পাকিস্তানের তরুণ পেসার জুনেইদ খান বললেন বিরাট কোহলি হচ্ছে একজন অতিসাধারণ মানের ব্যাটসম্যান।

2012-13 মরশুমে ভারত- পাকিস্তান ওয়ানডে সিরিজের সময় বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিকে 24 টি বল করেছিলেন জুনেইদ খান। তার মধ্যে তিনবার বিরাট কোহলি আউট করে দিয়েছিলেন তিনি। আর তার ফলেই কোহলিকে খুবই সাধারণ মানের ব্যাটসম্যান মনে হয়েছিল জুনেইদ খানের।

125855706df44510082439c4625ac8e23f0e47097fab6615e3c1877348e889be5c0a5f549

জুনেইদ খান বলেন সেই বছর ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে যাওয়ার আগে আমি খুবই কঠোর পরিশ্রম করেছিলাম। নিজের বোলিংয়ের ওপর বাড়তি পরিশ্রম করেছিলাম। কারণ আমি জানতাম ভারতের বিরুদ্ধে ভালো পারফর্মেন্স করতে পারলে পাকিস্তান দলে আমার পাকাপাকিভাবে সুযোগ হয়ে যাবে। আর সেই কারণেই আমি জোরদার অনুশীলন করেছিলাম। আর তার ফল পেয়েছিলাম ভারতের বিরুদ্ধে সেই সিরিজে আমি আটটি উইকেট নিয়েছিলাম তারমধ্যে তিনবার বিরাট কোহলিকে আউট করেছিলাম।


Udayan Biswas

সম্পর্কিত খবর