ফের ডিমেরিট পয়েন্ট পেয়ে ম্যাচ নির্বাসিত হওয়া নিয়ে সতর্কিত বিরাট কোহলি।

ভারত অধিনায়ক বিরাট কোহলির রবিবার দিনটি মোটেও ভালো কাটেনি। প্রথমত এই দিনে টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হার শিকার করতে হয়েছে ভারতকে। অপরদিকে একই ম্যাচে আইসিসির নিয়ম লঙ্ঘন করায় আইসিসি সতর্ক করেছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। সেই সাথে বিরাট কোহলির নামের সাথে যুক্ত হয়েছে ওয়ান ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি করে ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে। রান নিতে গিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ধাক্কা মারেন দক্ষিণ আফ্রিকান বোলার হেনন্ড্রিক্সকে। সেই সময় মাঠে উপস্থিত ছিলেন দুই ফিল্ড আম্পায়ার নিতিন মেনন এবং সি কে নন্দন। উনারা কোহলির এই ঘটনাকে শাস্তিযোগ্য মনে করেন এবং তারা ম্যাচ রেফারিকে পুরো ব্যাপারটি জানান। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই ঘটনার জন্য কোহলিকে ওয়ান ডিমেরিট পয়েন্ট দেন এবং সাবধান করে দিয়েছেন যাতে কোহলি পুনরাই এইরকম ঘটনা না ঘটায়।

virat0 1191011 1068x601

পরে কোহলি নিজের মুখে সেই দোষ স্বীকার করে নিয়েছেন বলে এই ঘটনা আর বেশিদূর গড়ায়নি। শুধুমাত্র ওয়ান ডিমেরিট পয়েন্ট দিয়েই কোহলিকে সাবধান করে দেওয়া হয়েছে আইসিসির তরফে। আরে নিয়ে কোহলির নামের পাশে যুক্ত হল তিনটি ডিমেরিট পয়েন্ট। যদি আর মাত্র একটি ডিমেরিট পয়েন্ট কোহলির নামের সাথে যুক্ত হয় তাহলে কোহলিকে নির্বাসনে যেতে হতে পারে কয়েকটি ম্যাচের জন্য। অর্থাৎ আইসিসির নিয়ম অনুসারে 24 মাসের মধ্যে যদি কোন প্লেয়ারের নামের সাথে চার বা চারের অধিক ডিমেরিট পয়েন্ট যোগ হয় তাহলে তাকে একটি টেস্ট ম্যাচ অথবা দুটি টি-টোয়েন্টি কিংবা দুটি ওয়ানডে ম্যাচের জন্য নির্বাচসে পাঠায় আইসিসি। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সতর্ক হয়ে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এইদিন কোহলিকে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে ঘরের মাঠে কেমন ভাবে টি-টোয়েন্টি ম্যাচ জিততে হয় সেটা আমরা ভালভাবেই জানি। কিন্তু আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা আমাদের এই দল নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে নিচ্ছি, আর তাই দ্বিতীয় ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। অপরদিকে কোহলি জানান এরপরে আমাদের সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ রয়েছে সেই সিরিজ নিয়ে আমরা খুবই আত্মবিশ্বাসী কারণ বর্তমানে আমাদের যে টেস্ট দলটি রয়েছে সেটি খুবই শক্তিশালী এবং অভিজ্ঞতা সম্পন্ন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর