‘ছোট চিকু’-কে নিজের বন্ধু করলেন বিরাট! রাতারাতি ভাইরাল কোহলির খুদে অনুরাগী

Published on:

Published on:

Virat Kohli Lookalike viral update.
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভদোদরা ODI-র আগে, বিরাট কোহলির সঙ্গে তাঁর এক খুদে অনুরাগীরা ছবি তুমুল ভাইরাল হয়। ওই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল কারণ ওই খুদে অনুরাগীকে অবিকল বিরাটের শৈশব অবস্থার (Virat Kohli Lookalike) মতো দেখতে। অর্থাৎ, ছোটবেলায় কোহলির ছবির সঙ্গে ওই খুদে অনুরাগীরা যথেষ্ট মিল রয়েছে। সেই কারণেই টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার কোহলি কেবল ওই খুদেকে বিশেষ নামে অভিহিত করেননি পাশাপাশি তার সঙ্গে বন্ধুত্বও করেছেন।

বিরাট নাম দিলেন ছোট চিকু (Virat Kohli Lookalike):

বিরাট কোহলি কী জানান রোহিত শর্মাকে: মূলত, গর্বিত উত্তম নামের ওই খুদে অনুরাগীকে বিরাট ‘ছোট চিকু’ নামে ডাকেন। একটি সাক্ষাৎকারে, গর্বিত এই প্রসঙ্গে জানিয়েছে। মূলত, কোহলির ছোটবেলার মতো দেখতে হওয়ায় ভাইরাল হওয়া গর্বিত জানিয়েছে বিরাট কোহলি প্রথমে তাকে ওই নামে ডেকেছিলেন।

ভদোদরায় যখন গর্বিত কোহলিকে ‘বিরাট, বিরাট’ বলে ডেকেছিল তখন কোহলি তার দিকে তাকিয়ে বলেন, ‘আমি আসছি।’ গর্বিত আরও জানিয়েছে বিরাট রোহিত শর্মাকেও তার সম্পর্কে বলেছিল। তিনি রোহিতকে বলেন ‘ওখানে দেখো, আমার ডুপ্লিকেট ওখানে বসে আছে।’

আরও পড়ুন: চোটের কারণে বাদ ওয়াশিংটন সুন্দর! পরিবর্তে এই খেলোয়াড় প্রথমবার এন্ট্রি নিচ্ছেন টিম ইন্ডিয়ায়

বিরাট বন্ধুত্ব করেছেন: এছাড়াও জানা গেছে যে, বিরাট কোহলি গর্বিত উত্তমকে জানিয়েছেন যে তিনি এখন তার বন্ধু। জানিয়ে রাখি যে, গর্বিত উত্তম মূলত হরিয়াণার পঞ্চকুলার বাসিন্দা। তবে, তাকে তার পরিবারের সঙ্গে বিরাট কোহলির সঙ্গে দেখা করার জন্য ভদোদরায় আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরও পড়ুন: পেট্রোল পাম্পেও করা যাবে গাড়ির সার্ভিসিং! গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ Maruti Suzuki-র

জানা গিয়েছে যে, দেশের একটি বিজ্ঞাপন সংস্থা যখন বিরাট কোহলির শৈশবের মতো দেখতে একজনকে বিজ্ঞাপন তৈরির জন্য খুঁজে বের করার জন্য প্রচার শুরু করে, তখন গর্বিত উত্তমের সন্ধান পাওয়া যায়।