ওয়েলিংটনে খারাপ পারফরম্যান্স! টেস্ট ক্রিকেটে সিংহাসনচ্যুত হলেন বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের দুই ইনিংসে খারাপ পারফরম্যান্স করার পরই আশঙ্কা তৈরি হয়েছিল বিরাট কোহলি কে নিয়ে অবশেষে সেই আশঙ্কায় সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্স করার জন্য টেস্ট ক্রিকেটে সিংহাসন হারালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিং কোহলি কে টপকে শীর্ষ স্থানে চলে গেলেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র দুই রান তারপর দ্বিতীয় ইনিংসে মাত্র 19 রান করেই প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেই কারনেই ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নামলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

1250398324c1e2843f283c81663bcb6393efd964f

বিরাট কোহলির বর্তমানে রেটিং পয়েন্ট 906, 911 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিরাট কোহলি ছাড়াও ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা এবং মায়াঙ্ক আগারওয়াল রয়েছেন যথাক্রমে 8, 9 এবং 10 নম্বরে। অপরদিকে বোলারদের তালিকায় একমাত্র ভারতীয় বোলার হিসাবে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন নয় নম্বরে।

Udayan Biswas

সম্পর্কিত খবর