বিরাট কোহলি মানেই নতুন রেকর্ড। ব্যাট হাতে যখনই বিরাট কোহলি ক্রিকেট মাঠে নামেন তখনই কোন না কোন নতুন রেকর্ড করেই মাঠ ছাড়েন তিনি। গতকাল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় তথা নির্ণায়ক ওয়ানডে ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি আরও একটি রেকর্ড করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির মুকুটে যুক্ত হল নতুন পালক। এই 31 বছর বয়সী ভারত অধিনায়ক গতকাল 81 বলে 85 রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে সিরিজ জেতালেন সেই সাথে গড়লেন নিজের ব্যক্তিগত মাইলস্টোন।
ওয়েস্ট ইন্ডিজের 316 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত এই ম্যাচ জিতে নিয়েছে 4 উইকেটে। এই ম্যাচে প্রধান পার্থক্য গড়ে দিয়েছে বিরাট কোহলির 85 রানের একটি অসাধারণ ইনিংস। এই ইনিংস খেলার মধ্য দিয়েই ভারতের জয় নিশ্চিত করেন বিরাট কোহলি। সেই সাথে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই 85 রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে বিরাট কোহলি নিজের ব্যক্তিগত মাইলস্টোন তৈরি করে ফেললেন। এই ইনিংসের মধ্যদিয়ে 2019 সালে বিরাট কোহলির ব্যাট থেকে এল 2,455 আন্তর্জাতিক রান। এই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এই রানই সর্বোচ্চ।
এই তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন আরেক ভারতীয়। তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। এই বছর রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে 2442 রান। এরই পাশাপাশি একদিনের ক্রিকেটে রানের বিচারে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে টপকে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।