বাংলা হান্ট ডেস্ক : ICC T20 World Cup ২০২৪ নিয়ে বড় খবর। বিশ্বকাপের আগে জোরদার প্রস্তুতি শুরু করেছে প্রতিটি দেশ। BCCI ও নিজের স্কোয়াড সাজাতে ব্যস্ত। সূত্রের খবর, আগামী মাসের শুরুতে ভারতীয় দলের (India National Cricket Team) স্কোয়াড প্রকাশ করবে ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই দীর্ঘ বৈঠক সেরেছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। তার মধ্যেই সামনে এল ৫টি বড় তথ্য।
উল্লেখ্য যে, এর আগে টি২০ বিশ্বকাপ থেকে বিরাট কোহলিকে বাদ দেওয়ার দাবি তুলেছিল টিম ম্যানেজমেন্ট। যদিও এখন খবর, আসন্ন টুর্নামেন্টে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন বিরাট কোহলি। একই সাথে চলতি IPL থেকে ছিটকে পড়া খেলোয়াড় রিয়ান পরাগও T20 বিশ্বকাপে জায়গা পেতে পারেন। এছাড়াও ভারতীয় স্কোয়াড নিয়ে ৩টি বড় তথ্য সামনে এসেছে।
সূত্রের খবর, ম্যানেজমেন্টের সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেই স্কোয়াডের ১৫ জনেরই নাম চূড়ান্ত করে ফেলেছে নির্বাচকরা। রোহিতের পার্টনার হিসেবে আপাতত বিরাটকেই দেখছে ম্যানেজমেন্ট। একই সাথে উঠে আসছে যশস্বী জয়সওয়ালের নাম। সূত্রের খবর, টিম থেকে একপ্রকার বাদ দেওয়া হয়েছে তাকে। একই সাথে বড় খবর রয়েছে শুভমন গিলের ভক্তদের জন্যেও।
আরও পড়ুন : সাড়ম্বরে ‘ইফতার’ অথচ ‘রাম নবমী’তে অনীহা? যাদবপুরে বাম দাপট! বন্ধ হল রাম পুজো
শোনা যাচ্ছে, টপ অর্ডারেই খেলবেন এই তারকা। চলতি আইপিএল-এ গিলের পারফরমেন্স দেখে বেশ খুশি ম্যানেজমেন্ট। অন্যদিকে সম্ভাবনা রয়েছে রিয়ান পরাগেরওই। তবে খারাপ খবর রয়েছে মায়াঙ্ক যাদবের জন্যেও। শোনা যাচ্ছিল, তিনি বিশ্বকাপ খেলতে পারেন তবে চোটের কারণে বাদ পড়েছেন তিনি।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার