পাকিস্তানের বিরুদ্ধেই সচিনের বিরাট রেকর্ড ভাঙবেন কোহলি! এশিয়া কাপে রচিত হবে নতুন ইতিহাস

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে আরম্ভ হয়েছে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই। এই মুহূর্তে পাকিস্তান এবং নেপাল একে অপরের মুখোমুখি হয়েছে। বাবর আজমের দলকে বেশ কড়া প্রতিদ্বন্দ্বীতা উপহার দিচ্ছে এশিয়া কাপের মঞ্চে নবাগত নেপাল। ভারতের অভিধান শুরু করতে এখনো অবশ্য কিছুটা দেরি রয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli) আজ উড়ে যাবেন শ্রীলঙ্কার মাটিতে। ২ রা সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)।

তার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি কে নিয়ে একটি চমকপ্রদ পরিসংখ্যান সকলের সামনে এসেছে। বিরাট কোহলি ওডিআই ফরম্যাটে যে সবচেয়ে সেই বিষয়ে কারোর সন্দেহ নেই। টি-টোয়েন্টি ও টেস্টের চেয়ে তার ওডিআইয়ের রেকর্ড কিছুটা হলেও ভালো। চলতে এশিয়া কাপে তিনি দুটি বড় রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে রয়েছেন।

pak vs kohli

◆ এই মুহূর্তে বিরাট কোহলির ওডিআই শতরান সংখ্যা ৪৬। আর তিনটি সেঞ্চুরি করতে পারলেই তিনি ওডিআই ফরম‍্যাটে সর্বোচ্চ শতরানের রেকর্ডটি ছুঁয়ে ফেলবেন, যা আপাতত সচিন টেন্ডুলকারের নামে রয়েছে। তবে এশিয়া কাপে তিনি এই রেকর্ডটি ভাঙতে পারবেন কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ থেকেই যায়।

◆ দ্বিতীয়ত, আর মাত্র ১০২ রান করলেই ১৩,০০০ ওডিআই রানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন কোহলি। ওডিআই ফরম্যাটে এই গণ্ডি আজ অবধি পেরোতে পেরেছেন মাত্র ৫ জন ক্রিকেটার। এর মধ্যে সবচেয়ে দ্রুততম এই কাজটি করেছিলেন সচিন টেন্ডুলকার (৩২১ ইনিংস)। বিরাট কোহলি এখনো অবধি ২৬৬ টি ওডিআই ইনিংস খেলেছেন। সবকিছু ঠিক থাকলে এই এশিয়া কাপেই এই রেকর্ডটি নিশ্চিতভাবে নিজের নামে করে নেবেন বিরাট।

আরও পড়ুন: ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিং করাবেন কোহলি! নিজের হাতে তৈরি করছেন ভবিষ্যতের এই তারকাকে

ওডিআই ফরম‍্যাট যে তার পছন্দের ফরম্যাট সেটা নিজে স্বীকার করে নিয়েছেন কোহলি। তবে ব্যক্তিগত মাইলফলক নয়, নিজের দলকে জয় এনে দেওয়াই তার মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিরাট। এই ফরম‍্যাটে সফল হওয়াটা তার কাছে সবচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জ বলে মনে হয়েছে সেই বিষয়টিও উল্লেখ করতে ভোলেননি প্রাক্তন ভারত অধিনায়ক।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর