বাংলা হান্ট ডেস্কঃ আরব আমিরশাহীতে বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই একটি বড় মাস্টারস্ট্রোক দিয়েছে সৌরভের বিসিসিআই। বিরাটদের মেন্টর হিসেবে পাঠানো হয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। সৌরভ এবং জয় শাহের এই সিদ্ধান্ত এখন কতখানি সফল প্রমাণিত হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে। তবে সমস্ত বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে এবার কোহলির সঙ্গে ধোনি থাকায় বড় সুবিধা পাবে ভারতীয় দল।এতদিন পর্যন্ত এ বিষয়ে নিজেদের নানান মতামত রেখেছেন প্রাক্তন খেলোয়াড়রা। এই প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ক্যাপ্টেন কল নামক একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলতে গিয়ে বিরাট বলেন, “ধোনির বিপুল অভিজ্ঞতা রয়েছে। দলে যোগ দিতে তিনি খুবই উচ্ছ্বসিত। তিনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা ছিলেন, যখন আমরা আমাদের কেরিয়ার শুরু করছিলাম। এখন তার আবার দলে যোগ দেওয়ার এবং টিম ইন্ডিয়ায় জন্য নিজের অবদানকে অব্যাহত রাখার সুযোগ এসেছে। ধোনির উপস্থিতিতে দলের তরুণ খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে। আমরা সবাই ধোনির অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখছি।”
ধোনির দলে যোগ দেওয়া নিয়ে সবথেকে বড় প্রশ্ন ছিল তার ভূমিকা ঠিক কি হতে চলেছে? এই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন বিরাট। তিনি বলেন, খেলার পরিস্থিতি কি রয়েছে, আমাদের কোথায় আরও উন্নতি করা উচিত সে সম্পর্কে তথ্য দিতে পারবেন মাহি ভাই, তিনি যখন কোন দলের নেতৃত্ব দেন তখন ভীষণ খুশি হন। তার অন্তর্ভুক্তি অবশ্যই আমাদের মনবল বাড়াবে। কার্যত বিরাটের বক্তব্যেই প্রকাশিত যে মাঠের ভিতরে ক্যাপ্টেন বিরাট কোহলি হলেও মাঠের বাইরে অধিনায়কত্বের স্ট্র্যাটেজি ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন মাহিও।
একইসঙ্গে এই অনুষ্ঠানে ভুবনেশ্বর কুমারকে নিয়েও কথা বলেন ভারত অধিনায়ক। তিনি জানান, আইপিএলে ভুবির ইকোনমি রেট অত্যন্ত ভালো এবং ডেথ বোলার হিসেবেও তিনি সেরা। তার অভিজ্ঞতা টিম ইন্ডিয়ার জন্য কাজে আসবে। ২০১৬ সালে শেষবার সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। ভারতীয় দলের পারফরম্যান্স টুর্নামেন্ট জুড়ে ভীষণ ভালো ছিল। কোহলি জানান সেবার ওইভাবে ছিটকে যাওয়ায় যথেষ্ট হতাশ হয়েছিলেন তিনি। একইসঙ্গে ভারত যে এবার আর কোন ভুল করতে চায় না তাও নিজের মনোভাবেই স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। একইসঙ্গে নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম নিয়েও প্রশ্ন করা হয়েছিল বিরাটকে। তবে তিনি জানান, কোচ প্রসঙ্গে এখনও তার কাছে কোন খবর নেই। এ নিয়ে আগামী দিনে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে এখনও কোন কথা হয়নি তার।