বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক এবং তারকা ক্রিকেটের স্টিভ স্মিথ (Steve Smith)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রান পাননি তিনি। কিন্তু লর্ডসের মাটিতে তিনি অ্যান্ডারসন-ব্রডদের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন। অসাধারণ ব্যাটিং করে নিজের টেস্ট কেরিয়ারের ৩২ তম শতরানটি তুলে নিয়েছেন তিনি। সেই সঙ্গে দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৯,০০০ রানের মাইলফলক ছোঁয়ার কীর্তি গড়েছেন ক্রিকেটপ্রেমীদের প্রিয় স্মাজ।
বর্তমান প্রজন্মের ফ্যাব ফোর হিসাবে পরিচিত ক্রিকেটারদের মধ্যে একমাত্র জো রুট (Joe Root) তার সঙ্গে কিছুটা পাল্লা দিয়ে এগোচ্ছেন। বিরাট কোহলি (Virat Kohli) বা কেন উইলিয়ামসন (Kane Williamson) এই দৌড়ে টেস্ট ফরম্যাটে কিছুটা পিছিয়ে পড়েছেন তার থেকে। অনেকেই মনে করেন যে একজন ক্রিকেটারের গুনাগুনের আসল পরীক্ষা হয় টেস্ট ফরম্যাটে। তাহলে কি স্টিভ স্মিথ একজন ব্যাটার হিসেবে বিরাট কোহলির থেকে এগিয়ে? অজি তারকার সাম্প্রতিক ফর্ম দেখে এই প্রশ্ন অনেকের মনেই উঠতে শুরু করে দিয়েছে।
স্মিথের এই ইনিংসের মধ্যেই গতকাল নিজেকে নিয়ে একটি বড় মন্তব্য করেছেন বিরাট কোহলি। নিজেকেই নিজে ‘GOAT’ অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম বলে আখ্যা দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গতকাল ছিল পবিত্র ঈদ। সেই সময় একটি পোস্ট করে বিরাট কোহলি বলেছেন, “আজ সবাই গোট (এক্ষেত্রে ছাগল) উৎসর্গ করেছেন। তাই যদি আমাকে খুঁজে না পান, তাহলে বুঝে নেবেন আমার সাথে কি হয়েছে।”
যদিও পরে দেখা যায় যে ওই স্টোরিটা বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেননি। অবিকল তার অ্যাকাউন্ট নকল করে তৈরি করা একটি ফেক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়েছিল। যদিও কিছুদিন আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল চলার সময় বিরাট কোহলি স্টিভ স্মিথকে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার বলে উল্লেখ করেছিলেন একটি সাক্ষাৎকারে।
এদিকে অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডের টেস্ট খেলতে ব্যস্ত তখন ভারতীয় টেস্ট দল পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কিন্তু গোটা দলের সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রাক্তন ভারতীয় অধিনায়ক লন্ডনে এবং বর্তমান ভারত অধিনায়ক প্যারিসে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কিছু সময় পরে তারা গোটা দলের সঙ্গে যোগ দেবেন।