বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট যেন আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। হ্যাঁ, বিরাট কোহলির সাম্প্রতিক ফর্ম দেখে এমনটাই মন্তব্য করছেন তার অনুরাগীরা। ২০২০, ২০২১ এবং ২০২২-এর প্রথম ৮ মাস কোনও শতরান পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। সকলের মনেই এই আশঙ্কা চলে এসেছিল যে বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলি যুগের অবসান হয়তো ঘটে গিয়েছে। কিন্তু গত কয়েক মাসে বারবার সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন বিরাট।
এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের প্রথম এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭১ তম শতরানটি তুলে নিয়েছিলেন কোহলি। ওই টুর্নামেন্ট থেকেই তার ফর্মে ফেরা শুরু। মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের হতাশ করলেও নিজের শেষ চারটি ওডিআই ম্যাচের তিনটি শতরান করে কোহলি বুঝিয়ে দিয়েছেন যে তিনি বিশ্ব ক্রিকেটের আঙিনায় আবার স্বমহিমায় ফিরে এসেছেন।
আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের কেরিয়ারের দশম ওডিআই শতরান, সামগ্রিকভাবে ওডিআইতে ৪৫ তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৪ তম শতরানটি পেয়েছেন বিরাট। মাত্র ৮৫ বলে সম্পূর্ণ করেন নিজের শতরানটি। ওডিআইতে তিনি আজ মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে তিনি সর্বকালের সর্বোচ্চ ওডিআই রান সংগ্রাহকদের মধ্যে ৫ নম্বরে উঠে এসেছেন।
মজার ব্যাপার হল আজকের তারিখটা। পরিসংখ্যান বলছে ১৫ ই জানুয়ারি তারিখটা বিরাট কোহলি এর আগে তিনটি শতরান করেছিলেন। আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার শতরানটি ছিল এই তারিখে করা তার চতুর্থ শতরান। এর আগে ২০১৭-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে, ২০১৮-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে এবং ২০১৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই তারিখে শতরান পেয়েছিলেন।
আজ অবশ্য তার আগে শুভমান গিল ওপেন করে নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় শতরান করেছিলেন। ৪২ রান করে আউট হন রোহিত শর্মা। বিরাট কোহলিকে আজ ৯৯ থেকে ১০০তে পৌঁছতে ১৫ মিনিট অপেক্ষা করতে হয়, কারণ সেই সময় মাঠে চোট পেয়েছিলেন একজন শ্রীলঙ্কান ক্রিকেটার।কিন্তু এরপর বিরাট কোহলি শুধুমাত্র শ্রেয়স আইয়ার (৩৮) ছাড়া আর কারোর সঙ্গ পাননি। তিনি নিজেই ১১০ বলে ১৬৬ রানের একটি ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন ৩৯০ অবধি। বিরাট কোহলি একাধিকবার শতরানের গন্ডি পার করলেও ওডিআই তে খুব কম বার এত বড় রান করেছেন।