দল ডুবছে, কোহলি ড্রেসিংরুমে মজে আছেন হাসি-ঠাট্টা ও খাওয়া দাওয়ায়! হলো চূড়ান্ত সমালোচনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাল ভারতের ব্যাটিংয়ের টপ অর্ডার চূড়ান্ত হতাশ করেছে। শুভমান গিল এবং বিরাট কোহলির (Virat Kohli) ওপর অনেক প্রত্যাশা ছিল ভারতীয় সমর্থকদের। বিশেষ করে ট্র্যাভিস হেড (Travis Head) ও স্টিভ স্মিথের (Steve Smith) ব্যাটিং দেখার পর অনেকেই আশা করেছিলেন যে ব্যাটিং খুব একটা কঠিন হবে না এই পিচে। কিন্তু ভারতীয় দলের টপ অর্ডার সেই ভুল ধারণা ভাঙতে বেশি সময় নেয়নি।

বিরাট কোহলি অত্যন্ত ধৈর্য্যের সাথে কাল ব্যাটিং করছিলেন। ক্রিজে বেশ জাঁকিয়ে বসেছিলেন তিনি। তার ব্যাটিং দেখে চিন্তায় পড়ে যাচ্ছিলো অস্ট্রেলিয়া। ফলে কাল ভালো ছন্দে না থাকা সত্ত্বেও মিচেল স্টার্ককে ফের একবার ফিরিয়ে আনা হয় বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে কোহলির দুর্বলতার কথা মাথায় রেখে। আর সেই পরিকল্পনা সফল হতেও বেশি সময় লাগেনি।

মিচেল স্টার্কের ওভারের একটি বল ফ্রন্ট ফুটে খেলতে গিয়েছিলেন বিরাট। কিন্তু বলটি আচমকাই গুডলেংথ থেকে বেশ কিছুটা লাফিয়ে ওঠে তার ব্যাটের হ্যান্ডেলে লাগে। বিরাট কোহলি যখন বলের বাউন্সটা বুঝতে পেরেছিলেন তখন তারা কিছুই করার ছিল না। স্লিপে অসাধারণ একটি ক্যাচ নিয়ে প্রথম ইনিংসের নায়ক স্মিথ কোহলিকে ড্রেসিংরুমে ফিরিয়ে দেন।

তবে কাল বিরাট কোহলি আউট হওয়ার চেয়েও অন্য একটি কারণে তার সমালোচনা হচ্ছে বেশি। তিনি আউট হওয়ার পর যখন রাহানে এবং রবীন্দ্র জাদেজা ভারতকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন তখন উৎকণ্ঠিত মুখে খেলা দেখার বদলে ড্রেসিংরুমে ঈশান কিষান এবং শুভমন গিলের সঙ্গে হাসিঠাট্টা করতে করতে খাওয়া-দাওয়া করছিলেন বিরাট কোহলি। ওই সময়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় দলের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন অনেকেই।

দ্বিতীয় দিনের শেষে অজিঙ্কা রাহানে এবং আউট হয়ে যাওয়া জাদেজার লড়াইয়ে ভর করে ভারত ম্যাচে টিকে রয়েছে। ১৫১ রানের স্কোর তুলেছে তারা ৫ উইকেট হারিয়ে। ম্যাচের তৃতীয় দিনে রাহানের ব্যাট তাদের উদ্ধার করতে পারবে কিনা সেই প্রশ্নের জবাব পেতে অপেক্ষা আরও কয়েক ঘন্টার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর