বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (South Africa vs India) প্রথম টেস্টে শোচনীয় হারের শিকার হলো ভারত। প্রথম ইনিংসে লোকেশ রাহুলের (KL Rahul) লড়াকু শতরান ও দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির (Virat Kohli) ঝকঝকে ৭৬ রানের ইনিংস সত্ত্বেও বাকিদের ব্যর্থতায় ভারতকে ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হার মানতে হয়েছে গতকাল। এর ফলে ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) অভিযান বেশ ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে সচিন টেন্ডুলকারদের (Sachin Tendulkar) মতোই সম্ভবত কোহলিদের জমানার ক্রিকেটারদেরও দক্ষিণ আফ্রিকা সফরের (India’s Tour of South Africa) টেস্ট সিরিজে জয় পাওয়ার স্বপ্ন অধরা থেকে গেল।
তবে বিরাট কোহলি নিজের সুনাম বজায় রেখেছেন। ২০২৩ সালে তিনি ৩৬ টি আন্তর্জাতিক ইনিংস খেলে মোট ২০৪৮ রান করেছেন। ৬৬ গড়ে এই রান করার পথে তিনি ১০টি হাফসেঞ্চুরি ও ৮টি শতরানের দেখা পেয়েছেন। ওডিআই ও টেস্ট দুই ফরম্যাটেই তিনি সফলতার মুখ দেখেছেন চলতি বছরে ব্যাট হাতে।
তিনি গতকাল সচিন টেন্ডুলকারেরও একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে একজন ভারতীয় হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল সচিন টেন্ডুলকারের নামে। প্রোটিয়াদের মাটিতে দাঁড়িয়ে তিনি মোট ১৭২৪ রান করেছেন। কিন্তু কাল বিরাট কোহলি সেই রানসংখ্যাকে টপকে গিয়েছেন। এই মুহূর্তে ওই দেশে তার রানসংখ্যা ১৭৫০।
আরও পড়ুন: অপেক্ষার অবসান, IPL নিলামে ভারতীয় ক্রিকেটকে ভবিষ্যতের ধোনি খুঁজে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়!
তবে তা সত্ত্বেও দলকে জেতাতে না পারার কারণে তাকে সমালোচনার শিকার হতেই হচ্ছেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেট ভক্তদের অনেকেই দাবি করছেন যে এই সমস্ত রেকর্ড বা রান অর্থহীন যদি তা দলকে জেতানোর কাজে না আসে। কোহলি হয়তো ভালো খেলেছেন, কিন্তু তাতে ভারতের কোনও লাভ হয়নি বলে দাবি পাক ভক্তদের।
আরও পড়ুন: ব্যাটিংয়ে ব্যর্থ হয়ে উইকেটের বেল নিয়ে কালো জাদু করলেন কোহলি! ভাইরাল ভিডিও
সেই সঙ্গে ভারতের দক্ষিণ আফ্রিকার মাটিতে শোচনীয় হারের দিনে পাকিস্তানের অস্ট্রেলিয়ার মাটিতে অসাধারণ লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার দেওয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মেলবোর্নে আয়োজিত সিরিজের দ্বিতীয় টেস্টে প্রতিবেদনটি লেখার সময় ২ উইকেট খুঁইয়ে রান তুলেছে পাকিস্তান। তারা যদি এই ম্যাচ জিতে নিতে পারে তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে এটি তাদের প্রথম টেস্ট জয় হবে।