বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final) ভারতের অবস্থা খুব একটা ভালো নয়। ক্রমশই ম্যাচে নিজেদের আধিপত্য কায়েম করে চলেছে অজিরা। ভারতের হাত থেকে ম্যাচ এখনো যে পুরোপুরি বেরিয়ে গেছে এমনটা নয়। তবে এই পরিস্থিতি থেকে জিততে গেলে ভারতীয় দলকে এমন একটা পারফরম্যান্স করে দেখাতে হবে যা অতীতে তারা কোনওদিনও করেনি। তবে সেই কাজটা করতে গেলেও অস্ট্রেলিয়াকে এমন একটা রানের মধ্যে অলআউট করতে হবে যাতে ব্যাপারটা পুরোপুরি অসম্ভবের পর্যায়ে না চলে যায়।
আর এই ব্যাপারটিকে কেন্দ্র করেই আজ একটি ঘটনা ঘটলো ভারতীয় দলের (Team India) সাথে। রোহিত শর্মা (Rohit Sharma) এই ম্যাচ আরম্ভ হওয়ার কিছুক্ষণ পর থেকেই প্রবল সমালোচিত হয়ে চলেছেন। তিনি ভারতীয় দলের অধিনায়ক হওয়ার যোগ্য কিনা সেই নিয়ে অনেক সমর্থকরা প্রশ্ন তুলে দিয়েছেন। তার কিছু সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরাও খুব একটা সন্তুষ্ট নন।
এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের শেষ সেশনে এসে অধিনায়কত্বের দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। অস্ট্রেলিয়ার দুটি ওপেনারকে ভারতীয় দল দ্রুত ড্রেসিংরুমে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে। কিন্তু দিনের যখন ভারতীয় দল মাঠে নামছে তখন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে রয়েছেন তাদের দুই সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার মার্নাস লাবুশানে এবং স্টিভ স্মিথ।
এই অবস্থায় রোহিত শর্মার বদলে টিম হাডেলে বিরাট কোহলিকে বক্তব্য রাখতে দেখা যায়। দলকে ভালো পারফর্মেন্স করার জন্য কিছু পেপটক দিচ্ছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ারের রহিত শর্মার যোগ করে দাঁড়িয়ে থাকা এবং বিরাট কোহলির ভারতীয় দলকে ভবিষ্যতের জন্য নির্দেশ দেওয়ার এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই মনে করছেন যে একজন টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার থেকে অনেকটাই এগিয়েছিলেন কোহলি। রোহিত শর্মার মধ্যে একটা হাল ছেড়ে দেওয়া মনোভাব প্রত্যক্ষ করছেন অনেকেই। মাঝেমধ্যে বিরক্ত হয়ে তিনি সতীর্থদের গালিগালাজও করছেন। সব মিলিয়ে তাকে পরিকল্পনাহীন দেখিয়েছে গোটা টেস্টে।