মন ছুঁয়ে যাওয়া কাজ করলেন বিরাট কোহলি, ভিডিও ভাইরাল হতেই ট্রোলড জো রুট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কোভিডের কারণে এই মুহূর্তে বাতিল হয়ে গেছে ভারতের ইংল্যান্ড সফর। পঞ্চম টেস্টের আগেই প্রধান কোচ রবি শাস্ত্রী সহ বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়ে পড়ায় এই টেস্টটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও ইসিবি। যদিও বিসিসিআই জানিয়েছে এই অসমাপ্ত টেস্টটি পরবর্তী সফরে এসে আবার খেলবে ভারত। তবে আপাতত সিরিজে ২-১-এ এগিয়ে থাকার ফলে আধিকারিকভাবে ঘোষণা না হলেও জয়ী ভারতই। যদিও ট্রফি পেতে অপেক্ষা করতে হবে বিরাটদের।

ভারত ইংল্যান্ডের চতুর্থ টেস্ট হয়েছিল ওভালে। প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পরেও টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাক করে ভারতীয় দল। অবশেষে বল হাতে অসামান্য পারফরম্যান্সের জেরে ১৫৭ রানে ম্যাচও জিতে নেয় তারা। কিন্তু এই টেস্ট চলাকালীনই ঘটে এমন এক ঘটনা যা এখন রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ওভালে ড্রেসিংরুমে যাওয়ার রাস্তায় পড়ে রয়েছে একটি জলের বোতল। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ড্রেসিং রুমে ফেরার সময় পড়ে থাকা সেই জলের বোতলটিকে এড়িয়ে চলে যান। কিন্তু বিরাট কোহলি ড্রেসিং রুমে ফেরার সময় এই ঘটনা নজর এড়ায়নি তার। তিনি জলের বোতলটি হাতে তুলে নেন এবং এগিয়ে যান সাজঘরের দিকে। এই ভিডিওর মাধ্যমে অনেকেই এখন ইংল্যান্ড অধিনায়ককে ট্রোল করতে শুরু করেছেন।

https://www.instagram.com/reel/CThbW8eJHR5/?utm_medium=share_sheet

যেকোনো শিক্ষিত মানুষই সর্বসময় বলেন, জল অপচয় বন্ধ করার কথা। আর সেই কারণেই পড়ে থাকা বোতলটিকে হাতে তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। অপরপক্ষে ইংল্যান্ড অধিনায়ক রুট কিন্তু সেটা করেননি। সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই বলতে শুরু করেছেন এটাই দুজনের মধ্যে পার্থক্য।

 

সম্পর্কিত খবর

X