বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে সরাসরি ঝামেলা হওয়ার পর এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। কিন্তু এখনো সেই ঝামেলার রেশ কাটিয়ে উঠতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। দুই ভাগে বিভক্ত হয়ে গম্ভীর ও কোহলির সমালোচনা করার কাজ এখনও চলছে পুরোদমে। আফগান পেসার নবীন উল হকও (Naveen Ul Haq) সামিল ছিলেন এই ঝামেলায়। এবার নিজের অজান্তেই সেই ঝামেলার সঙ্গে জড়িয়ে গেলেন ঋদ্ধিমান সাহাও (Wriddhiman Saha)।
গতকাল গুজরাট টাইটান্সের হয়ে চলতি আইপিএলে নিজের প্রথম অর্ধশতরানটি পেয়ে গিয়েছেন ঋদ্ধি। ও বঙ্গ উইকেটরক্ষক নিজের আইপিএল কেরিয়ারের এবং গুজরাট টাইটান্সের হয়ে কোনও ক্রিকেটারের দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন গতকাল। তার এই ৪৩ বলে ৮১ রানের ইনিংসটি মুগ্ধ করেছে সকলকে।
তার আগে গতকাল একটি বিষয় ঘটেছিল সোশ্যাল মিডিয়ায়। লখনৌ সুপারজায়ান্টসের আফগান পেসার নবীন উল হক সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, ‘মানুষের সাথে তেমন আচরণ করুন যেমনটা আপনিও পেতে চান। তাদের সাথে সেভাবেই কথা বলুন যেভাবে আপনি চান আপনার সাথে কথা বলা হোক।’
এই সোশ্যাল মিডিয়া পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে। গৌতম গম্ভীর পর্যন্ত নিজে কমেন্ট করে বলেন, “তুমি যেমন তেমনই থাকো, কখনও বদলে যেও না।” সেই কমেন্টটিতে রিপ্লাই করে সহমত জানান আফগান পেসারও। কোনও সন্দেহ নেই যে বিরাট কোহলি সংক্রান্ত বিষয় নিয়েই এই পোস্টটি করেছিলেন এলএসজি পেসার।
এরপর বিরাট কোহলি ও প্রচ্ছন্নভাবে এই পোস্টের জবাব দিয়েছেন। কাল গৌতম গম্ভীরের দল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঋদ্ধিমান সাহা যখন ব্যাট হাতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলেন তখন কোহলি তার একটি ছবি পোস্ট করে লিখেন কি অসাধারণ একটা ইনিংস। অনেকেই মনে করছেন নবীন এবং গম্ভীর এর পোস্ট এর পাল্টা জবাব ছিল বিরাটের এই প্রশংসা। যদিও কাল ঋদ্ধি যখন আগ্রাসী ব্যাটিং করছিলেন তখন দলে ছিলেন না নবীন উল হক। কাল ওপেনিংয়ে কুইন্টন ডি কক-কে জায়গা দিতে তাকে বাইরে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকান তারকা যদিও চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।