আউট না হওয়া সত্ত্বেও উচ্ছাসে মাতলো বিপক্ষ! হতবাক কোহলি, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে লেস্টারশায়ারের সাথে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। চারদিনের এই প্রস্তুতি ম্যাচ শেষ হলে তারপর পয়লা জুলাই থেকে চুরুট তার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নামবে তারা। ম্যাচের ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শ্রীকর ভারত এবং রিশভ পন্থ। কিন্তু এর মাঝে বিরাট কোহলির সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যা সকলের নজর কেড়েছে।

ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের ৩৭তম ওভারে। বিরাট কোহলি কে বল করছিলেন লিস্টারশায়ার দলের পেসার আবেদীন সাকানডে। অফ স্টাম্পের বাইরে একটি ডেলিভারি রেখেছিলেন তিনি। বলটি কিছুটা ফুল লেন্থে থাকায় কোহলি প্রলুব্ধ হয়ে ড্রাইভ মারতে যান। বলটি এরপর সেকেন্ড স্লিপে দাঁড়ানো ফিল্ডারের হাতে জমা পড়ে।

লেস্টারশায়ারের অখ্যাত বোলার বিরাট কোহলির উইকেট পেয়েছেন ভেবে উদযাপন করতে শুরু করেন। এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটারির উইকেট পেয়ে আনন্দের সীমা ছিল না তাঁর। ফিল্ডাররাও তার দিকে এগিয়ে আসে উদযাপন করতে। কিন্তু আম্পায়ার নিজের জায়গায় অবিচলভাবে দাঁড়িয়ে থাকেন কোন আউট হওয়ার সিগন্যাল না দেখিয়ে। ফলে দলের সকলেই আশ্চর্য হয়ে যান।

এরপর কোহলি এগিয়ে যান ওই বোলারের দিকে। তিনিও প্রথমে কিছুটা চমকে গিয়েছিলেন কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত দেখে তিনি কিছুটা স্বস্তি পান। তারপর কহলি ওই বোলারকে বুঝিয়ে বলেন যে বল তার ব্যতিরেকে সেকেন্ড স্টেপে যায়নি বরং বেঁচে থাকা অসমান বাউন্স এবং এবড়োখেবড়ো জমির জন্য বল সোজা না গিয়ে অনেকটা বেঁকে গিয়েছে। এর আগে মোহাম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিংয়ের দৌলতে লেস্টারশায়ারকে ২৪৪ রানে অলআউট করে দুই রানের লিড নিয়ে ছিল ভারত। দ্বিতীয় ইনিংসে শ্রেয়াস আইয়ার এবং শার্দুল ঠাকুরের দৌলতে ভারতের লিড আপাতত ১৫০ ছাড়িয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর