জাদেজার অভাব পূরণ করে দেবেন বিরাট কোহলি! মত মাহেলা জয়াবর্ধনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপে একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। তার অবশ্য বেশ কয়েকটা কারণও ছিল। চোটের জন্য কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলে ছিলেন না। কিন্তু সেই সব ভেবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সান্তনা পাচ্ছেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে ভারতীয় দলের এমন পারফরম্যান্স বেশ কিছুটা চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। তার মধ্যে একটা বড় চিন্তা হলো রবীন্দ্র জাদেজার চোট।

এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। গ্রুপ পর্বে হংকং এবং পাকিস্তানের বিরুদ্ধে দুটি জয় পেয়েছিল ভারত যেখানে ব্যাটিং, বোলিং বা কখনো ফিল্ডিং দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জাদেজা। কিন্তু তারপরেই চোট পেয়ে মোটামুটি তিন মাসের জন্য মাঠ থেকে ছিটকে গিয়েছেন জাদেজা যার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে পাওয়া যাচ্ছে না।

jadeja j

 

ভারতের জন্য জাদেজার না থাকা কত বড় ক্ষতি এসেই নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার বলেছেন, “এটা অবশ্যই ভারতীয় দলের কাছে একটা বড় চ্যালেঞ্জ জাদেজা খুব সুন্দর ভাবে যে কোনও দলের ব্যাটিং এবং বোলিং গভীরতা বাড়িয়ে দিত। সবচেয়ে বড় ব্যাপার নিজের সেরা ফর্মে ছিল। ভারতীয় দলে ভারসাম্য রক্ষা করত জাদেজার উপস্থিতি।”

তিনি আরো বলেছেন, “হ্যাঁ, যাদের জানে না থাকাটা একটা বড় ক্ষতি ভারতীয় দলের খুব সম্ভবত সেই কারণেই একজন বাঁ-হাতি ব্যাটসম্যান কে খেলানোর জন্য দীনেশ কার্তিক ভারতীয় প্রথম একাদশে সুযোগ পাচ্ছে নাম কিন্তু কোহলি সম্প্রতি ফর্মে ফিরেছে। আর ও যদি ফর্মে থাকে তাহলে ব্যাটিং নিয়ে অনেক দুশ্চিন্তাই দূর হয়ে যায়। আমার মতে কোহলি ফর্মে থাকলে রোহিত শর্মা দল গঠনের ব্যাপারে একটু সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ কোহলি যদি নিজের ফর্মে ব্যাটিং করে তাহলে বাকিদের ব্যর্থতা পুষিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই ব্যাপারটাই রোহিত শর্মাকে বাড়তি সাহসী হয়ে প্রয়োজনে একজন অতিরিক্ত বোলার খেলানোর মানসিক শক্তি দেবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং

স্ট্যান্ডবাই ক্রিকেটার – মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিশ্নই, দীপক চাহার

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর