বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে বিরাট কোহলির সতীর্থ। গত দুই মরশুম ধরে তিনি এই ফ্র্যাঞ্চাইজির অংশ তিনি। তাই আজ, ১৪ই শুক্রবার শুক্রবার যখন অজি তারকা ৩৪ বছর বয়সে পা দিলেন তখন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সতীর্থকে জন্মদিনের মন ভরা শুভেচ্ছা জানিয়েছেন।
মজার ব্যাপার হলো অজি তারকা ম্যাক্সওয়েল এবং ভারতীয় কিংবদন্তি গৌতম গম্ভীর একই দিনে নিজেদের জন্মদিন পালন করেন। প্রাক্তন ভারতীয় ব্যাটার আজ নিজের ৪০ বছর বয়সে পূর্ণ করেছেন এবং তিনিও বিরাট কোহলির পুরোনো সতীর্থ। ভারতীয় দলকে ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দুজনেই। ক্রিকেট বিশ্ব যখন গম্ভীরকে জন্মদিনের জন্য শুভেচ্ছা জানিয়েছে, তখন কোহলি সেই পথে হাঁটেননি।
কোহলি আর গম্ভীরের সম্পর্ক যে ধোনি-বিরাট সম্পর্কের মতো নয় তা সকলেই জানেন। যদিও ২০০৯ সালে, গৌতম গম্ভীর তার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তরুণ বিরাট কোহলির হাতে তুলে দিয়েছিলেন। গম্ভীর ওই ম্যাচে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন এবং বিরাটও ওই ম্যাচে শতরান করেছিলেন। বেশকিছু ক্রিকেট ভক্ত এখন সেই ম্যাচের উদাহরণ তুলে এনে বিরাটকে আক্রমণ করেছেন, তেমন কিছু উদাহরণ নীচে তুলে ধরা হলো:
Virat Kohli can wish Australian player Glenn Maxwell birthday but not Indian legend Gautam Gambhir who gave him his first ever MOTM and helped India win 2 World Cups
I guess for him , RCB Bond >>> pic.twitter.com/vfhdfCLHxs
— Kaygee18 (@Kaygee1803) October 14, 2022
Rohit ne Kiya wish? Wo to best friend hai na gambhir Ka?
— Atul (@_its_atul) October 14, 2022