বিশ্বকাপে কি নতুন ভূমিকায় দেখবো আমরা কোহলিকে ?

Published On:

 

বাংলা hunt ডেস্ক : ইংল্যান্ডের পাশাপাশি এইবার বিশ্বকাপ জেতার অন‍্যতম দাবিদার ভারত।১৯৮৩, ২০১১ এর পর এইবার বিরাটের ভারত তিন নম্বর বিশ্বকাপটা জিতে আনবে ইংল্যান্ড থেকে এমন আশায় বুক বেঁধেছে সমগ্র ভারতবাসী।আগামী ৫ ই জুন বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে “টিম ইন্ডিয়া ” ।

 

আর তার আগে নেট প্রাক্টিসে বোলিং করতে দেখা গেল বিরাটকে তাহলে এইবার ব‍্যাটসম‍্যান বিরাটের পাশাপাশি বোলার বিরাটকেও দেখতে পারবো আমরা ? ইতিমধ্যে তা ঘিরে তৈরী হলো বিরাট জল্পনা।

ইংল্যান্ডে পৌছে ইতিমধ্যে দুটো প্রাক্টিস ম‍্যাচ খেলছে বিরাটরা।প্রথমে নিউজিল্যান্ডের কাছে হারলেও পরের ম‍্যাচে বাংলাদেশ কে দাপট বজায় রেখে হারিয়েছিলো মেন ইন ব্লু।ম‍্যাচে সেন্চুরি করেছিলেন কে এল রাহুল এবং ধোনি।

X