বাংলা হান্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-২৫ এর প্রথম টেস্ট ম্যাচটি পার্থে খেলা হয়েছিল। এই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরির ইনিংস দেখা যায় বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে। এর মধ্য দিয়ে সেঞ্চুরির দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান তিনি। কিন্তু অ্যাডিলেড টেস্টে ওই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেননি তিনি। গোলাপী বলের টেস্টের দুই ইনিংসেই ফ্লপ হয়েছেন কোহলি। জানিয়ে রাখি যে, অ্যাডিলেডের ওভাল মাঠে বিরাট কোহলির পরিসংখ্যান বেশ চিত্তাকর্ষক। কিন্তু এবার অ্যাডিলেডে বিরাটের ব্যাট গর্জে উঠতে পারেনি।
অ্যাডিলেড টেস্টে বিরাটের (Virat Kohli) শোচনীয় পারফরম্যান্স:
দিবা-রাত্রির এই টেস্ট ম্যাচটি বিরাট কোহলির (Virat Kohli) জন্য দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। দুই ইনিংসেই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলি মাত্র ৮ বল খেলে ৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন তিনি। অপরদিকে দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ডের শিকার হন তিনি। এই ইনিংসেও, বিরাট মাত্র ২১ বলে ১১ রান করতে সক্ষম হন।
অর্থাৎ সামগ্রিকভাবে, এই ম্যাচের দুই ইনিংসে মাত্র ১৮ রান করেন বিরাট কোহলি (Virat Kohli)। যা গত ১২ বছরে অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে বিরাট কোহলির সর্বনিম্ন স্কোর হিসেবে বিবেচিত হচ্ছে। তার মানে গত ১২ বছরে অস্ট্রেলিয়ায় খেলা প্রতিটি টেস্ট ম্যাচে তিনি ১৮ রানের বেশি রান করেছেন।
আরও পড়ুন: মঙ্গল গ্রহের ৮.৮ কিমি নিচেই রয়েছে আসল রহস্য, মিলল “এলিয়েন লাইফ”-এর চিহ্ন! অবাক বিজ্ঞানীরাও
তবে, এবার কোহলি পারফরম্যান্স যথেষ্ট প্রভাবিত হয়েছে। যার ফলে টেস্ট ফরম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) এভারেজও কমেছে। পরিসংখ্যান অনুযায়ী টেস্টে বিরাটের এভারেজ এখন ৪৭.৭২। এই ম্যাচের আগে টেস্টে তাঁর এভারেজ ছিল ৪৮.১৩।
আরও পড়ুন: রোহিত শর্মার এই একটি সিদ্ধান্তেই ঘটল বিপদ! রেগে লাল অনুরাগীরা, শুরু তুমুল সমালোচনা
হারের চিন্তায় টিম ইন্ডিয়া: অ্যাডিলেড টেস্টে মাত্র ২ দিন পার হয়েছে। এখনই টিম ইন্ডিয়া পুরোপুরি পিছিয়ে গেছে। এই ম্যাচে টিম ইন্ডিয়া টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও প্রথম ইনিংসে মাত্র ১৮০ রান করতে পারে। জবাবে, অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৭ রান করে এবং ১৫৭ রানের লিড নেয়। যার জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১২৮ রান। অর্থাৎ, এখনও ২৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।