বিরাট কোহলির অধিনায়কত্ব অনেকটা রিকি পন্টিংয়ের মতো, দেখতে অসাধারণ লাগে।

বাংলাহান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই প্রাক্তন অজি পেস বোলার ব্রেট লি আসন্ন ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজকে অ্যাশেজ সিরিজের সাথে তুলনা করেছিলেন। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বকে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং এর অধিনায়কত্বের সঙ্গে তুলনা টানলেন ব্রেট লি।

ব্রেট লি দাবি করেছেন প্রত্যেক অধিনায়কের অধিনায়কত্বে একটি আলাদা স্টাইল থাকে। তবে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্বের অনেকটা মিল রয়েছে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং এর সঙ্গে। দুজনই প্রায় একই ধরনের ভঙ্গিমায় মাঠে নামেন। দুজনেই আগ্রাসী ভাবে দলকে পরিচালনা করেন। তাই বিরাট কোহলির অধিনায়কত্ব দেখতে খুবই ভালো লাগে।

138264987dbbf11e97b5f5bc3807af6f349a35021e6ddb54bf1f63c4b77c0145ac97634b7

প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং এর সাথে বিরাট কোহলির অধিনায়কত্বের আরও একটি মিল ব্যাখ্যা করলেন ব্রেট লি। তিনি বললেন অধিনায়ক হিসাবে এই দুজনই অত্যন্ত সফল। অধিনায়ক হিসাবে নিজেদের দলকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন এনারা। সেই সাথে এক অসাধারণ ব্যাটসম্যানও দুজনে। বিরাট কোহলি এবং রিকি পন্টিং সফল অধিনায়কের পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানও।


Udayan Biswas

সম্পর্কিত খবর