বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) সম্প্রতি বড় টুর্নামেন্টগুলিতে খুবই হতাশাজনক পারফরম্যান্স করেছে। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় দল দুটি গুরুত্বপূর্ণ আইসিসি (ICC) টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সেমিফাইনালে তারা ইংল্যান্ডের কাছে বিশ্রীভাবে হারের মুখ দেখেছে। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের বিরুদ্ধেও মুক্ত করে পড়েছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli)।
এরপর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি থাকার সময় রাহুল দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্তটা কি আদৌ সঠিক ছিল। রবি শাস্ত্রী-কে সরিয়ে ভারতীয় কিংবদন থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে ভারতীয় দল উন্নতি করে। কিন্তু অনেকেই মনে করছেন ভারত বিন্দুমাত্র উন্নতি তো করেইনি ক্রিকেটে বরং আরও কিছুটা হয়তো অবনতি হয়েছে।
রাহুল দ্রাবিড় কোচ হিসেবে ক্রিকেটারদের মধ্যেও প্রভাব ফেলতে ব্যর্থ বলে অনেকেই অভিযোগ করে থাকেন। রবি শাস্ত্রীর আমলে দল হয়তো কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি, কিন্তু নিজেদের কোচকে ভারতীয় দলের ক্রিকেটাররা অত্যন্ত পছন্দ করতেন। সেটা এখনো শাস্ত্রীর সঙ্গে দেখা হওয়ার সময় ক্রিকেটারদের আচরণ স্পষ্ট করে দেয়। বিরাট কোহলি বা রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়ের অভিন্নহৃদয় বন্ধু, এমনটা হয়তো কেউই দাবি করবেন না।
তবে বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ আরম্ভ হওয়ার আগে নিজের বর্তমান কোচকে নিয়ে এমন একটি পোস্ট করেছেন যা দেখে সকলে অবাক হয়ে গিয়েছেন। সাধারণত তার এবং দ্রাবিড়ের সম্পর্ক কোনওদিন বাড়তি গুরুত্ব পায়নি, কারণ তিনি অধিনায়ক ছিলেন না দ্রাবিড়ের সময়।
তবে কোহলি প্রথম টেস্টে মাছে নামার আগে বলেছেন, “২০১১ সালে ডোমিনিকাতে আমরা যে শেষ টেস্ট খেলেছিলাম তার একমাত্র দুইজনই অংশ এখনও ভারতীয় দলে। এই যাত্রা আমাদের যে ভিন্ন ভিন্ন ভূমিকায় এখানে ফিরিয়ে আনবে কখনো কল্পনাও করিনি। আমি অত্যন্ত কৃতজ্ঞ।” প্রসঙ্গত ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২ ম্যাচের টেস্ট, ৩ ম্যাচের ওডিআই এবং ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জুলাই ও আগস্ট মাস মিলিয়ে।