বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত হয়েছে ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। বর্তমানে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজ। আর এই দুটি সিরিজেই ব্যাট হাতে ভারতীয় দলকে ভরসা যোগাচ্ছেন বিরাট কোহলি। তবে ব্যাট হাতে পারফরম্যান্স করলেও অধিনায়ক হিসেবে বারবার দলকে চাপে ফেলে দিচ্ছেন কোহলি। তার কারণ লাগাতার টস হার। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাত্র একটি ম্যাচে টসে জিতে ছিলেন বিরাট, হেরেছিলেন চারটি ম্যাচে। ওয়ানডে সিরিজেও সেই হার দিয়েই শুরু করলেন বিরাট।
#INDvENG #INDvsENG #ViratKohli has serious break up with the Toss
pic.twitter.com/blSmlWUCEk
— g0v!ñD $#@®mA (@rishu_1809) March 23, 2021
এখনো পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ছয়টি সীমিত ওভারের ম্যাচ খেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর এই ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই টসে হারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অপরদিকে পাঁচটি ম্যাচে টসে জিতে টস জেতার রাজা হয়ে উঠেছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান।
Virat Kohli after losing toss continuously in T20 as well as ODI* pic.twitter.com/FEk3qIZ6XE
— ujjwal (@ujjwal_1304) March 23, 2021
Virat Kohli after losing toss continuously in T20 as well as ODI* pic.twitter.com/FEk3qIZ6XE
— ujjwal (@ujjwal_1304) March 23, 2021
তবে টসে হারলেও তার কোন ছাপ পড়ে নি বিরাট কোহলির ব্যাটিং এবং অধিনায়কত্বে। পাঁচটি ম্যাচে টসে হেরেছে ঠিকই তবে টসে হারলেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি। সেইসঙ্গে অসাধারণ অধিনায়কত্ব করে প্রত্যেক ম্যাচে ভারতকে জিতিয়েছেন বিরাট। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে 3-2 ফলাফলে জিতেছে ভারত। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এর থেকে বোঝা যায় টস হার কোন প্রভাবই ফেলতে পারে নি বিরাট কোহলির ব্যাটিং এবং অধিনায়কত্বে। দলের অধিনায়ক বিরাট কোহলি পুরোপুরি ফুলমার্কসই পেয়েছেন প্রত্যেক ম্যাচে। তবে বারবার বিরাট কোহলির টসে হারা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু মিম তৈরি হয়েছে, যা নিয়ে বেশ মজা পেয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।