তিন ম্যাচে ১ রান, দু’বার শূন্য, পরের ম্যাচে কি সুযোগ পাবে রাহুল? জানালেন অধিনায়ক কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ড এর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যেই সিরিজের তিনটি ম্যাচ সম্পূর্ণ হয়েছে। তিন ম্যাচ শেষে 2-1 ফলাফলে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ইংল্যান্ড, দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। তবে তৃতীয় ম্যাচ জিতে ফের সিরিজে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড।

এই সিরিজে বারবার ভারতের ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছে। যার অন্যতম কারণ ভারত ওপেনার কে এল রাহুল। সিরিজের তিনটি ম্যাচে রাহুলের রান যথাক্রমে 1, 0, 0 । শুরুতেই একজন ওপেনারকে হারিয়ে প্রত্যেক ম্যাচে চাপে পড়ে যায় ভারতীয় দল। রাহুলের এই লাগাতার খারাপ ফর্ম এর জন্য ইতিমধ্যে দাবি উঠেছে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে রাহুলকে মাঠের বাইরে বসিয়ে সুযোগ দেওয়া হোক অন্য কোন ক্রিকেটারকে।

virat kohli on KL Rahul AP

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিক সম্মেলন রাহুলের অবস্থান নিয়ে বিরাট কোহলি কে প্রশ্ন করায় কোহলি জানিয়ে দিলেন চতুর্থ এবং পঞ্চম টেস্টেও ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে থাকবে কে এল রাহুল। বিরাট বলেন, “রাহুল একজন দুর্দান্ত টিটোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রাহুল এর অবস্থান তৃতীয়, ভারতীয়দের মধ্যে সেরা। রাহুলের শুধু এই কটা ইনিংসের বিচার করলেই হবে না, রাহুল সে কত বড় টি টোয়েন্টি ব্যাটসম্যান তা আমরা বিগত দুই থেকে তিন বছরেই দেখতে পেয়েছি। গত কয়েক বছরে ভারতকে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত সফলতা এনে দিয়েছে রাহুল। তাই এখনই রাহুলকে বাদ দেওয়ার কোন প্রশ্ন উঠে না। আমার বিশ্বাস রাহুল পরের ম্যাচেই ফর্মে ফিরে আসবে এবং ভারতকে একটি দুর্দান্ত ইনিংস উপহার দেবে।” অর্থাৎ বিরাট কোহলির কথায় এটা স্পষ্ট যে সিরিজের চতুর্থ তিনটি ম্যাচে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে দেখা যাবে কে এল রাহুলকেই।


Udayan Biswas

সম্পর্কিত খবর