কয়েক মাস আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ রবি শাস্ত্রী জানিয়ে ছিলেন ঋদ্ধিমান সাহা নাকি বিশ্বমানের উইকেট কিপার। আর এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দুই টেস্টেই ভারতীয় দলে থাকার সত্ত্বেও প্রথম একাদশে সুযোগ পান নি বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা। তার পরিবর্তে দুই টেস্টেই প্ৰথম একাদশে সুযোগ পান দীর্ঘদিন ধরে খারাপ ফর্ম অব্যাহত রাখা ঋষভ পন্থ। তারপরই ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় টিম ম্যানেজমেন্টকে।
নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় দল। ঋষভ পন্থ দুই টেস্টের মোট চার ইনিংসে রান করেন 60, সর্বোচ্চ রান করেন 25। কিন্তু তারপরেও কেন বারবার খারাপ পারফরম্যান্স করা পন্থকে সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রশ্ন তুলে টিম ম্যানেজমেন্ট কে রীতিমতো তুলোধনা করেছেন বেশ কয়েকজন প্রাপ্তন ভারতীয় ক্রিকেটার সহ ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
এবার ঋদ্ধিমান সাহার বদলে ঋষভ পন্থকে দলে নেওয়ার ব্যাপারে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলি জানালেন আমরা ভেবেছিলাম এই সিরিজে হয়তো পন্থ ফর্মে ফিরবে, এছাড়াও কোন খেলোয়াড় কে কখন সুযোগ দেওয়া দরকার সেই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হয়। এই ভারতীয় দলে কারুরই জায়গা পাকা নয় তাই বারেবারে সকলকে সুযোগ দেওয়া হয়। সেই সাথে বিরাট জানিয়েছেন পন্থ বেশ কয়েক দিন ধরে উইকেটের পিছনে পরিশ্রম করে চলেছে।