বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। আর এই ম্যাচে হারের মুখ দেখতে হল ভারতকে। ইংল্যান্ডের কাছে আট উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল বিরাট কোহলির টিম ইন্ডিয়া।
এইদিন শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় ঘটে টিম ইন্ডিয়ার। শুরুতেই শূন্য রানে আউট হন ভারত ওপেনার কে এল রাহুল। তার কয়েক ওভার পরেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ভারতের আরেক ওপেনার রোহিত শর্মা। এই ম্যাচে বিরাট কোহলি ছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান কার্যত মাথা তুলে দাড়াতেই পারলেন না ইংল্যান্ডের সামনে। বিরাট কোহলির 46 বলে অপরাজিত 77 রানের ইনিংসে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 156 রানে পৌঁছায় টিম ইন্ডিয়া।
এই ম্যাচে ভারতীয় দলের ব্যাটসম্যানরা পারফরম্যান্স করতে না পারলেও বিরাট কোহলি রান করে কিছুটা হলেও ভারতকে সম্মানজনক স্থিতি নিয়ে যায়। তবে এইদিন ভারতের ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি হতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট বলেন, “আমরা যতই রান করিনা কেন আমাদের ম্যাচে ফিরে আসা কঠিন হবে, যার কারণ দলের ফিল্ডিং। দলের ক্রিকেটারদের শারীরিক ভাষার একেবারেই ঠিক ছিল না।”
তবে নিজের ভালো খেলা নিয়ে খুশি নন বিরাট কারণ দল জিততে পারেনি। এই প্রসঙ্গে বিরাট বলেন, তুমি যত ভালোই ইনিংস খেলো না কেন দল জিততে না পারলে তার কোন মূল্য থাকে না। আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম এই ক্রিজে টিকে থাকলে রান করা সহজ হবে তাই আমি বেশিক্ষণ খেলতে চেয়েছিলাম।”