কেপটাউনে একা কুম্ভ হয়ে লড়লেন বিরাট, ভারতকে পৌঁছে দিলেন সম্মানজনক স্কোরে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনে জমজমাট ভারত বানান দক্ষিণ আফ্রিকা টেস্ট। প্রথম দিনের শেষদিকে বলাই যায় চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। ২২৩ রানে তারা প্রথম ইনিংসে ভারতকে থামিয়ে দিয়েছে। ৪ উইকেট নিয়েছেন তারকা পেসার কাগিসো রাবাদা। টসে জিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

দিনের শুরুতেই বিপদে ঘনিয়ে আসে ভারতের জন্য। ফর্মে থাকা দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়ঙ্ক আগরওয়াল দলগত মাত্র ৩৩ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর রুখে দাঁড়ান কোহলি এবং পূজারা। দুজনেই ধৈর্য ধরে ব্যাটিং করে বড় ইনিংস খেলার দিকে মনোযোগী দেন।

virat kohli

দুজন তারকার মধ্যে ৬২ রানের একটি পার্টনারশিপ হয়। এরপর ৭৭ টি বল খেলে ৪৩ রান করে বাঁ-হাতি পেসার মার্কো জেন্সনে-র শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন পূজারা। এরপর আর কোনও ব্যাটারই বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। আরও একবার হতাশ করেন দুই তারকা অজিঙ্কা রাহানে এবং রিশভ পন্থ। রাহানে ৯ এবং রিশভ ২৭ রান করে ড্রেসিংরুমে ফেরেন।

একা কুম্ভ হয়ে ভারতীয় দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান কোহলি। টেলএন্ডারদের সাথে নিয়ে আরও প্রায় ৫০ রান স্কোরবোর্ডে যোগ করতে সাহায্য করেন তিনি। তবে ব্যক্তিগত ৭৯ রানের মাথায় রাবাদার শিকার হয়ে ফেরেন তিনি। আরও একবার শতরানের আসা জাগলেও তা পূর্ন হয় না। ২২৩ রানে ভারতকে আটকানোর পর প্রতিবেদনটি লেখার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১০।


Reetabrata Deb

সম্পর্কিত খবর