বাংলা হান্ট নিউজ ডেস্ক: তারকা ক্রিকেটার বিরাট কোহলি আর কোনো ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক নন। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরে টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিয়েছেন তিনি। তার এই সিদ্ধান্ত নিয়ে নিরন্তর আলোচনা হচ্ছে, মানুষ তাদের মতামত দিচ্ছেন। এই বিষয় নিয়ে ফের একটি বিবৃতিও দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরও। বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়া নিয়ে এত আলোচনা হওয়ার বিষয়ে তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। গম্ভীর এই বিষয়ে বলেছেন যে অধিনায়কত্ব কারও জন্মগত অধিকার নয়।
একটি ক্রিকেট সম্প্রচারকারী চ্যানেলর বিশেষ শো-তে এই সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছিলেন প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিনি এই প্রোগ্রামে বলেছিলেন যে বিরাটকে এখন আবার তার ব্যাটিংয়ের দিকে মনোনিবেশ করা উচিত এবং ধারাবাহিকভাবে রান করার চেষ্টা করা উচিত।
গম্ভীরকে এখানে প্রশ্ন করা হয়েছিল যে অধিনায়কত্ব ছাড়ার পরে, মাঠে বিরাট কোহলির মধ্যে কী পরিবর্তন দেখা যাবে? জবাবে, প্রাক্তন ভারতীয় ওপেনার বলেন, “এখন আপনি বিরাটের মধ্যে আর কী পরিবর্তন দেখতে চান? অধিনায়কত্ব কারও জন্মগত অধিকার নয়। ধোনিও একসময় বিরাট কোহলিকে ভরসা করে তার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন এবং তিনি তার নেতৃত্বে খেলেওছেন। তার আগে তিনি তিনটি আইসিসি ট্রফি এবং তিনটি আইপিএল শিরোপা জিতেছিলেন।”
গম্ভীর বলেছেন, “এখন বিরাটের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ভারতের হয়ে নিয়মিত রান করা। আপনি যখন ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেন, তখন আপনি দলের অধিনায়ক হওয়ার কথাও ভাবেন না। আপনি ভারতের হয়ে খেলেছেন এবং একসময় সেটিই আপনার স্বপ্ন ছিল। আপনি টস করতে না নামলেও আপনার রোলটা একইরকম গুরুত্বপূর্ণ কারণ দেশের হয়ে খেলাটা অনেক সম্মানের।”