বাপ কা বেটা! এবার মাঠ কাঁপালেন বীরেন্দ্র শেহবাগের পুত্র, ঝোড়ো ইনিংস খেলে করলেন ডাবল সেঞ্চুরি

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার প্রাক্তন বিধ্বংসী ব্যাটার বীরেন্দর শেহবাগ (Virender Sehwag) ব্যাট হাতে মাঠে এলেই উড়ে যেত বোলারদের ঘুম। তবে, সেই একই স্টাইলেই এবার খেলতে দেখা গেল কিংবদন্তি এই ক্রিকেটারের পুত্রকেও। জানিয়ে রাখি যে, বীরেন্দ্র শেহবাগের ছেলে আর্যবীর দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করে সম্প্রতি ডাবল সেঞ্চুরি করেছেন। আর তারপরেই তিনি উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এবার মাঠ কাঁপালেন বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) পুত্র:

আসলে, আর্যবীর কোচবিহার ট্রফি ২০২৪-এ আলোড়ন সৃষ্টি করেছেন। ১৭ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার দিল্লির হয়ে খেলার সময়ে কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে খেলা ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছিলেন। আর্যবীর তাঁর দুর্দান্ত ইনিংসের কারণে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

কোচবিহার ট্রফিতে জুনিয়র শেহবাগের ডাবল সেঞ্চুরি: অনূর্ধ্ব-১৯ স্তরের মাল্টি-ডে টুর্নামেন্ট কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে খেলার দ্বিতীয় দিনে আর্যবীর ২২৯ বল মোকাবেলা করেছিলেন এবং একটি দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন। এই ইনিংসে তিনি ৩৪ টি চার ও ২ টি ছক্কা মেরে ভক্তদের মন জয় করেন। জুনিয়র শেহবাগের এই ইনিংস বীরেন্দ্র শেহবাগের (Virender Sehwag) স্মৃতিকে তাজা করে দিয়েছে।

আরও পড়ুন: নিরাপত্তা শিকেয় উঠেছে পাকিস্তানে! এবার যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসবাদীদের গুলি, প্রাণ হারালেন ৪০ জন

মেঘালয়ের বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলেন: আর্যবীর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে দিল্লির প্লেয়িং-১১-এ সুযোগ পাননি। এরপর দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানো হয়। বাবার মতোই ইনিংস ওপেন করার সুযোগ পান এই তরুণ ডানহাতি ব্যাটার। সতীর্থ ওপেনার দিল্লির অর্ণব বাগ্গাকে নিয়ে প্রথম উইকেটে ১৮০ রান যোগ করেন তিনি। যেখানে অর্ণব করেন ১১৪ রান। এরপরে, আর্যবীর বংশ জেটলির (৪৩) সাথে ১০০ রানের জুটি গড়েন এবং তারপরে তৃতীয় উইকেটে ধনভা নক্রার সাথে ১৮৮ রানের জুটি গড়েন। ধনভা করেন ৯৮ রান।

আরও পড়ুন: ফের KKR-এ ফিরবেন শ্রেয়স আইয়ার? দাম উঠবে এত টাকা! সামনে এল বিরাট আপডেট

কি জানিয়েছেন শেহবাগ: জানিয়ে রাখি, বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) একবার একটি সাক্ষাৎকারে স্পষ্ট করেছিলেন যে তিনি তাঁর ছেলেকে ক্রিকেটার হওয়ার জন্য কোনও চাপ দেননি। শেহবাগ ২০১৯ সালে বলেছিলেন যে, “আমি তার মধ্যে আর একজন বীরেন্দ্র শেবাগকে দেখতে চাই না। তবে সে চাইলে বিরাট কোহলি বা হার্দিক পান্ডিয়া বা এমএস ধোনি হয়ে উঠতে পারেন। কিন্তু তার ক্রিকেটার হওয়ার দরকার নেই। সে নিজের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং আমরা যতটা সম্ভব তাকে সাহায্য করব। তবে মূল বিষয় হল তাকে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে। এই বিষয় নিয়ে কোনও আপোস করা হবে না।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর