লাগবে না এক টাকাও, ফ্রিতেই পাবেন ভিসা! এই দেশ এবার ভারতীয়দের দিচ্ছে সস্তায় বিদেশ ঘোরার সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে আমরা সকলেই পছন্দ করি। আবার অনেকের ইচ্ছা থাকে বিদেশ ট্যুর করার। কিন্তু বিদেশ সফরে থাকে বেশ কয়েকটি জটিলতা। প্রথমত বিদেশ সফরে বেশ মোটা পরিমাণ অর্থের প্রয়োজন হয়। আবার বিদেশে যেতে গেলে প্রয়োজন হয় ভিসার। তবে সম্প্রতি শ্রীলঙ্কা এমন একটি উদ্যোগ নিয়েছে যার জন্য ভারতীয়দের সেখানে যেতে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না।

বেশ কিছু দেশ রয়েছে যেখানকার ভিসা পাওয়ার জন্য প্রদান করতে হয় মোটা টাকার মূল্য। তবে শ্রীলংকার সরকার পর্যটন ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির স্বার্থে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলংকার মন্ত্রিসভা ২৪ শে অক্টোবর ভারতীয়দের বিনামূল্যে ভিসা প্রদানের অনুমতি দিয়েছে। একই সাথে এই সুবিধা পেতে চলেছেন চিন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের বাসিন্দারা।

আরোও পড়ুন : আগামী মাস থেকেই চড়া দামে বিকোবে মদ! পুজোর আবহে কত টাকা বেশি দিতে হবে? দেখুন

শ্রীলংকা সরকার আপাতত পাইলট প্রকল্প হিসেবে এই বিনামূল্যে ভিসা প্রদানের প্রকল্প শুরু করতে চলেছে। শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী আলি সাবরি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “পাইলট প্রকল্প হিসেবে বিনামূল্যে ভিসা প্রদান করা হবে ভারত, চিন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডকে। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের ৩১ শে মার্চ পর্যন্ত এই দেশের নাগরিকদের বিনামূল্যে ভিসা দেওয়া হবে।”

beautiful tourist places in the world

প্রসঙ্গত, শ্রীলংকার অর্থনীতির একটি প্রধান স্তম্ভ হল পর্যটন ক্ষেত্র। এই পর্যটন ক্ষেত্রে সব থেকে বেশি অবদান ভারতীয় পর্যটকদের। ২০১৯ সালের ইস্টার সানডের সন্ত্রাসবাদী হামলায় ১১ ভারতীয়-সহ ২৭০ জনের মৃত্যু ও কোভিড মহামারীর জন্য পর্যটন ক্ষেত্র থমকে যায় শ্রীলঙ্কায়। পর্যটন ক্ষেত্রে খামতির জন্য স্বাধীনতার পর এই দ্বীপ রাষ্ট্রটি সম্প্রতি সবথেকে বড় অর্থনৈতিক সংকটে পড়েছিল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর