বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় নোটে (Indian Currency) এবার থেকে ঠাঁই হোক মা লক্ষ্মীর। আম আদমি পার্টির তরফে এমনি বিচিত্র দাবি তোলা হয়েছে সম্প্রতি। গান্ধীজির ছবির পাশে এবার থেকে ধনদেবীর ছবিও ছাপা হোক, অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দলের এমন দাবিতে নানান মত প্রকাশ করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবার এমন দাবির তীব্র সমালোচনা করে মুখ খুললেন বলিউডের সঙ্গীত পরিচালক তথা গায়ক বিশাল ডাডলানি (Vishal Dadlani)।
বিশেষ ভাবে উল্লেখ্য, আম আদমি পার্টির সমর্থক হিসাবে বিশেষ পরিচিতি আছে বিশালের। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন সিদ্ধান্তের সপক্ষে সুর চড়িয়েছেন তিনি। সক্রিয় ভাবে রাজনীর মঞ্চে দেখা না গেলেও বিশাশ সেইসব সেলেব দের মধ্যে একজন যাঁরা নিজেদের রাজনৈতিক মতামত স্পষ্ট ভাবেই ব্যক্ত করেছেন বারবার।
কিন্তু আপের এমন দাবিকে সমর্থন করতে পারেননি বিশাল নিজেও। কোনো দলের নাম না নিয়েই তিনি টুইট করেছেন, ‘ভারতের সংবিধান বলে আমরা ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, প্রজাতান্ত্রিক দেশ। তাই শাসনতন্ত্রে ধর্মের কোনো জায়গা হওয়াই উচিত নয়। আমি স্পষ্ট করে দিতে চাই, যারা কোনো ধর্মের কোনো অংশকে সরকারি দৃষ্টিভঙ্গিতে টেনে আনে তাদের সঙ্গে আমার কোনো যোগ নেই। জয় হিন্দ।’
বিশালের টুইটটি আসে কেজরিওয়ালের ভিডিও বার্তার পরেই। ভিডিওতে তিনি নিদান দেন, নোটে মা লক্ষ্মী এবং গণেশের ছবি ছাপা হলে ভারতীয় অর্থনীতিতে জোয়ার আসবে। তিনি বলেন, দেবদেবীর আশীর্বাদ থাকলেই দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। নোটে গান্ধীজির ছবি একপিঠে থাকলে আর অন্য পিঠে লক্ষ্মী গণেশের ছবি থাকলে গোটা দেশ আশীর্বাদ পাবে, দাবি করেন কেজরিওয়াল।
https://twitter.com/VishalDadlani/status/1585331545195233285?t=Nc6lKAD6bIP_x1CjqBSpJg&s=19
তিনি আরো বলেন, সব নোট বদলানোর দরকার নেই। তবে প্রতি মাসে মাসে যে নতুন নোট ছাপা হয় সেগুলোতে লক্ষ্মী গণেশের ছবি ছাপা উচিত। এমনকি এ প্রসঙ্গে ইন্দোনেশিয়ার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন করেন, ইন্দোনেশিয়ার মতো মুসলিম প্রধান একটি দেশ তাদের নোটে গণেশের ছবি ছাপতে পারলে ভারত কেন পারবে না? পালটা আপের বিরুদ্ধে কটাক্ষ শানিয়েছে বিজেপি।