গোবরডাঙার বিশ্বজিৎ এর এক তাক লাগানো নেশা, তার পরিচিতি ‘পেরেক মানব’

 

বাংলা হান্ট ডেস্ক: গাছের গায়ে পোস্টারে লেখা আর্জি, ‘আমার গায়ে পেরেক মারবেন না।’ কী করুণ পরিণতির শিকার আমরা।সরকারের তরফে পদক্ষেপ করার সিদ্ধান্ত গৃহীত হলেও তার অনেক আগে থেকে দায়িত্ব নিয়েছেন গোবরডাঙার বিশ্বজিৎ ঘোষ ওরফে মানিক। পরিচিতি পেয়েছেন ‘পেরেক মানব’ নামে।

IMG 20190709 WA0016

প্রসঙ্গত সাইকেলে চেপে স্থানীয় এলাকায় ঘুরে ঘুরে নিজে হাতেই পেরেক তুলতে লাগলেন তিনি। এমনকী, গাছের ওই ক্ষতস্থান সারানোর বন্দোবস্তও করেন তিনি।আবার তিনি সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হন। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে তোলেন ‘স্বপ্নের শহর গোবরডাঙা’ নামে একটি দল।
বিশ্বজিতের শ্লোগানই হল, ‘পেরেক নয়, গাছ পুঁতুন’।

সম্পর্কিত খবর