হাতে রয়েছে ছুটি? বর্ষার মরশুমে ঘুরে আসুন ভারতের এই ৪ টি অফবিট ডেস্টিনেশনে! ভরে যাবে মন

   

বাংলা হান্ট ডেস্ক: বেড়াতে যেতে কে না ভালোবাসেন? সময় এবং সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে নিজেদের পছন্দের ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। এদিকে কিছুজন আবার বেড়াতে যাওয়ার ক্ষেত্রে প্রাধান্য দেন বর্ষাকালকে। কারণ, বৃষ্টির সৌন্দর্য আরও মাধুর্য বাড়িয়ে দেয় টুরিস্ট স্পটগুলির (Tourist Spot)। এমতাবস্থায় আপনারও যদি এই বর্ষায় বেড়াতে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, আজ আমরা আপনাদের কাছে দেশের (India) এমন ৪ টি অফবিট ডেস্টিনেশনের (Offbeat Destination) বিষয়ে জানাবো যেখানে বর্ষাকালে গেলে উপভোগ করা যাবে অতুলনীয় সৌন্দর্য।

১. জিরো, অরুণাচল প্রদেশ: প্রথমেই আমরা যে জায়গাটি বিষয়ে জানাবো সেটি রয়েছে অরুণাচল প্রদেশে। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমিক হন সেক্ষেত্রে আপনি এই টুরিস্ট স্পটটিকে অবশ্যই প্রাধান্য দিতে পারেন। সেখানে গেলে আপনি জানতে পারবেন আপাতানি উপজাতি সম্পর্কে। পাশাপাশি, জিরো উপত্যকাটি একটি “কালচারাল হেরিটেজ সাইট” হিসেবে বিবেচিত হয়। সেখানে থাকা উপজাতিদের চাষাবাদ এবং জীবনযাপন আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। এছাড়াও আপনি তারিন ফিশ ফার্ম এবং ট্যালি ভ্যালি ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিও ঘুরে দেখতে পারেন।

Visit these 4 offbeat destinations in India during the monsoon season.

২. ওরছা, মধ্যপ্রদেশ: শুষ্ক মালওয়া মালভূমির অংশ হলেও বর্ষাকালে মধ্যপ্রদেশের ওরছার সৌন্দর্য কয়েকগুণ বৃদ্ধি পায়। বেতোয়া নদীর নিকটে অবস্থিত এই শহরটি একাধিক অবাক করা স্থাপত্যের কেন্দ্র হয়ে উঠেছে। এমতাবস্থায়, ইতিহাসপ্রেমী ব্যক্তিদের পাশাপাশি পড়ুয়াদেরকেও এই স্থান যথেষ্ট আকৃষ্ট করে। এখানে গেলে আপনি বিভিন্ন স্মৃতিসৌধের পাশাপাশি রাজা মহল এবং ওরছা ফোর্ট সহ আরও একাধিক জনপ্রিয় ঐতিহাসিক স্থাপত্য দেখতে পাবেন।

আরও পড়ুন: কপাল খুলল KKR-এর এই তারকা প্লেয়ারের! জিম্বাবোয়ে সফরের ভারতীয় স্কোয়াডে হল “এন্ট্রি”

৩. যোশীমঠ, উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত যোশীমঠ সম্পর্কে অনেকেই জানেন। এটি এমন একটি স্থান যেখানে একাধিক বড় মন্দির রয়েছে। পাশাপাশি সম্পূর্ণ পার্বত্য এলাকায় অবস্থিত রয়েছে যোশীমঠ। এখানকার কাছাকাছি আউলি থেকে আপনি কেবল কার পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনি যোশীমঠের দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যকে আস্বাদন করার পাশাপাশি তুষার আচ্ছাদিত পর্বতমালার সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। এছাড়াও, এখানে গেলে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যেতে ভুলবেন না। যেটি বর্ষাকালে প্রকৃতিপ্রেমী মানুষদের তুমুল আকৃষ্ট করে।

আরও পড়ুন: পাত্তা পাবেনা আম্বানির ১৫,০০০ কোটির অ্যান্টিলিয়া! ভারতের সবথেকে বড় বাড়িতে বাস করেন এই মহিলা

৪. কোদাইকানাল, তামিলনাড়ু: এবারে আমরা যে টুরিস্ট স্পটটির বিষয়ে জানাবো সেটি “প্রিন্সেস অফ হিল স্টেশন” নামে পরিচিত। মনোমুগ্ধকর জলপ্রপাত থেকে শুরু করে বিস্তীর্ণ সবুজ এলাকা সবকিছুই এখানে ভালোভাবে দেখতে পাওয়া যাবে বর্ষাকালে। সমগ্র দেশের পর্যটকদের কাছেই এটি একটি জনপ্রিয় টুরিস্ট স্পট হিসেবে বিবেচিত হয়। এখানে গেলে বোটিং থেকে শুরু করে আপনি চাইলে ট্রেকিং পর্যন্ত করতে পারেন। পাশাপাশি অবশ্যই কোদাই লেক দেখতে ভুলবেন না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর