এবার হাওড়া-NJP সফর হবে আরও আকর্ষণীয়, ভিস্তাডোম কোচ পেল শতাব্দী! ভাড়া জানেন কত?

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে আরও অগ্রগতির দিকে এগিয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীদের আরও স্বাচ্ছন্দ ও নিরাপত্তা দিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে রেলের পক্ষ থেকে। এই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে ভিস্তা ডোম কোচের সংযুক্তিকরণ করা হচ্ছে। এই কোচগুলিতে যাত্রীরা আরও আরামে যাতায়াত করতে পারবেন।

এই কোচগুলি ইতিমধ্যেই গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছে। এই সাফল্যকে মাথায় রেখে ভারতীয় রেল এই ধরনের কোচ  বিভিন্ন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সাথে যুক্ত করার চেষ্টা চালাচ্ছে। এই সংক্রান্ত একটি বড় খবর উঠে আসছে বাংলার জন্য।উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোন সিদ্ধান্ত নিয়েছে আধুনিক ভিস্তা ডোম কোচ চালু করা হবে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে।

   

অস্থায়ী ভিত্তিতে এই কোচ বৃদ্ধি করা হবে 3 জুলাই, 2023 থেকে 31 আগস্ট, 2023 পর্যন্ত। জোনাল রেলওয়ে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 12042/12041 নিউ জলপাইগুড়ি – হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে অস্থায়ী ভিত্তিতে যুক্ত করা হবে একটি ভিস্তা ডোম কোচ। হাওড়া – এনজেপি শতাব্দী এক্সপ্রেসে আগামী সোমবার থেকে থাকবে মোট 15টি কোচ।

এগুলির মধ্যে একটি ভিস্তা ডোম কোচ, 2টি এক্সিকিউটিভ এসি চেয়ার কার, 10টি এসি চেয়ার কার এবং ব্রেক, 2টি লাগেজ কাম জেনারেটর কার।রবিবার বাদে সপ্তাহে ছয় দিন 12042/12041 নিউ জলপাইগুড়ি – হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস চলাচল করে। 8 ঘন্টা 30 মিনিটের যাত্রায় এই ট্রেন অতিক্রম করে 561 কিলোমিটার দূরত্ব।

বর্ধমান জংশন, বোলপুর এস নিকেতন, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, বারসোই জংশন এবং কিষাণগঞ্জ – এই ছয়টি স্টেশনে স্টপেজ দেয় ট্রেনটি। ভিস্তা ডোম কোচে থাকবে মোট 44টি আসন। অতি আধুনিক পরিষেবা থাকবে এই কোচে। কাঁচের জানালা, কাঁচের ছাদ, ঘূর্ণায়মান আসন এবং একটি পর্যবেক্ষণ লাউঞ্জ এর সুবিধা পাবেন যাত্রীরা।

indian railways 101360504

নিউ জলপাইগুড়ি – হাওড়া শতাব্দী এক্সপ্রেসে ভিস্তা ডোম কোচের ভাড়া কত হবে জানেন? এনজেপি থেকে হাওড়া পর্যন্ত 2295 টাকা। এনজেপি থেকে কিষাণগঞ্জ 740 টাকা, এনজেপি থেকে বারসোই জংশন  880 টাকা, এনজেপি থেকে মালদা টাউন 1285 টাকা, এনজেপি থেকে নিউ ফারাক্কা জংশন 1380 টাকা, এনজেপি থেকে বোলপুর এস নিকেতন  1780 টাকা ও এনজেপি থেকে বর্ধমান জংশন 1910 টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর