দেখতে পান না নিজে! তবুও ৩৪ বছর ধরে শিয়ালদহে সব যাত্রীদের এভাবেই পথ দেখান জন্মান্ধ পরিতোষ

বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ (Sealdah) ভারতের অন্যতম ব্যস্ত একটি স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন শিয়ালদা স্টেশন দিয়ে। কিন্তু শিয়ালদহ স্টেশনে এমন এক ব্যক্তি কর্মরত রয়েছেন যিনি দীর্ঘ ৩৪ বছর ধরে যাত্রীদের পথ দেখিয়ে আসছেন। যাত্রীদের পথ দেখালেও তিনি নিজে জন্মান্ধ। স্টেশন কেমন দেখতে হয় তা চাক্ষুষ করতে পারেননি কখনো তিনি।

কিন্তু তবুও প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে নিজেদের বাড়ি ফেরার ট্রেনের প্লাটফর্ম বলে দেন তিনি। গত ৩৪ বছর ধরে রেলের ঘোষক হিসেবে কাজ করছেন পরিতোষ বিশ্বাস। মাইকের আড়ালে থাকা এই ঘোষক থাকেন নৈহাটিতে। প্রতিদিন ভোর পাঁচটা নাগাদ হাতে একটি সাদা লাঠি নিয়ে পৌঁছানো নৈহাটি স্টেশনে। এরপর শিয়ালদহয় এসে ঢুকে যান এনাউন্সমেন্ট রুমে।

ছটার মধ্যে গন্তব্যে পৌঁছে বুঝে নেন দায়িত্ব। কোন ট্রেন কখন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সবকিছু ঘোষণার দায়িত্ব পরিতোষ এর উপর। স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে সংসার পরিতোষ বিশ্বাসের। ইস্টার্ন রেলওয়েতে ঘোষক হিসেবে পরিতোষ গত ৩৪ বছর ধরে চাকরি করছেন। তার সহকর্মীরা বলছেন এমন কখনো হয়নি যে পরিতোষ বাবু কাজে ভুল করেছেন।

train anoundcer sixteen nine

পরিতোষ বাবু নিজেও সদা সতর্ক থাকেন তার কাজে। প্রতি মুহুর্তে বেজে উঠছে ফোন। ট্রেনের টাইম টেবিল লিখে রাখছেন খাতায়। নিয়ম মত ঘোষণা করছেন ট্রেনের সময় ও প্ল্যাটফর্ম নম্বর। বয়স বাড়ছে, রয়েছে শারীরিক সমস্যা, কিন্তু তবুও অক্লান্ত পরিশ্রম করে গত ৩৪ বছর ধরে যাত্রীদের সঠিক পথ প্রদর্শন করছেন জন্মান্ধ পরিতোষ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর