বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ইদানিং একাধিক বিতর্কিত মন্তব্যের কারনে সংবাদের শিরোনামে থাকেন। ইতিমধ্যেই নোবেলজয়ী অমর্ত্য সেনের বিরুদ্ধে বিশ্বভারতীর জমি দখল করে রাখার অভিযোগকে ঘিরে তিনি বিতর্কে জড়িয়েছেন। তবে এবার সরাসরি বিশ্বভারতী বন্ধের হুঁশিয়ারি দেন এই বিতর্কিত উপাচার্য। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্কের ঝড়।
দেশে করোনা সংক্রমণ শুরু হওয়া থেকেই বন্ধ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (viswavarati university)। তবে তিনি প্রায়ই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেই মত গত ১৫ মার্চও গুগল মিটে বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয়ে আলোচনা-পর্যালোচনায় বসেন। সেখানেই তিনি নতুন করে আরও একটি বিতর্কের জন্ম দেন।
ওই গুগল মিটের বৈঠকের একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়ে যায়। সেখানেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ( Bidyut Chakrabarty ) “বিশ্বভারতী যাতে বন্ধ হয়ে যায় আমি সেই ব্যবস্থা করে দিয়ে যাব” বলে মন্তব্য করতে দেখা যায়।
ওই বৈঠকের যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে এও শুনতে পাওয়া যাচ্ছে যে, বিদ্যুৎ চক্রবর্তী বলছেন, আমি এখানে চোর ডাকাত ধরে বের করে দিচ্ছি তাই সবার আমার উপর রাগ। বিশ্বভারতী ( viswavarati university ) চোর-ডাকাতদের জায়গা হয়ে গিয়েছে না হলে অনুব্রত মণ্ডল বলছেন উপাচার্য পাগল আর আপনারা চুপ করে সে কথা শুনছেন?” ওই বৈঠকে উপস্থিত অধ্যাপকদের তিনি এও বলেছেন যে, ‘কিছু ব্যান্ড এলিমেন্ট আছে তাদের আমি তাড়াবো।’
উল্লেখ্য, বিশ্বভারতীর এমন সংবাদের শিরোনামে উঠে আসতে শুরু করেছে, পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে। এমন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অধ্যাপকদের অন্যায়ভাবে সাসপেন্ড করার অভিযোগ উঠছে। এবার তারই মাঝে এদিনের ভাইরাল হওয়া অডিও ক্লিপ নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।