বাংলা হান্ট ডেস্ক : রাম নবমী (Ram Nabami) উপলক্ষে ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পর্যন্ত রাম মহোৎসবের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। উত্তরবঙ্গে ৫০০ জায়গায় ও দক্ষিণবঙ্গে ১৫০০ জায়গায় এই কর্মসূচির মাধ্যমে রামের মাহাত্ম্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে’। এই ২০০০ জায়গা থেকেই বেরিয়ে আসবে মিছিল।
পঞ্চায়েত ভোটের মুখে রাজ্যে এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করল বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী পর্যন্ত রাজ্যে ‘রাম মহোৎসব’-এর আয়োজন করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এর এই শাখা সংগঠন। সঙ্গে রাজ্যজুড়ে প্রায় ২০০০ জায়গায় রামনবমীর অনুষ্ঠান পালন করতে চলেছে তারা।
বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের মুখপাত্র সৌরীশ মুখোপাধ্যায় জানান, ‘এবছর পরিষদের প্রতিষ্ঠার ৬০তম বর্ষ, তার উপর এবছরই অযোধ্যায় রাম মন্দিরে রামলালা নিজের আসনে বসবেন। তাকে ঘিরে গোটা দেশে রাম ভক্তদের মধ্যে আবেগ তুঙ্গে। তাই আমরা এবার রাম নবমীতে রাম ও রাম রাজত্বের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘সেই কাজ করতে ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল হনুমান জয়ন্তী পর্যন্ত আমরা রাম মহোৎসবের আয়োজন করেছি। উত্তরবঙ্গে প্রায় ৫০০ জায়গায় ও দক্ষিণবঙ্গে প্রায় ১৫০০ জায়গায় এই কর্মসূচির অধীনে রামের মাহাত্ম্য মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’
বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, ‘রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা বিশেষ ভাবে জন্মাষ্ঠমী পালন করবে। পূজাপাঠ, শ্রীকৃষ্ণের উপর সেমিনার, শ্রীকৃষ্ণের গান সবই এই শোভাযাত্রায় পালিত হবে। শোভাযাত্রা করার জন্য কলকাতা পুলিসের থেকে অনুমতি চেয়ে আবেদন করা হবে। বাংলায় হিন্দুরা এবার প্রমাণ করে দেবে তারাদের উপর আঘাত আনা চেষ্টা করা হলে সকল হিন্দুরা রাস্তায় নামবেন।’