ফাইনালে হারলেও ভারতীয় মহিলা ক্রিকেট দলকে উৎসাহ দিয়ে টুইট করলেন ভিভ রিচার্ডসন।

Published On:

ভারতীয় মহিলা টিটিয়েন্টি দল এবারের টিটিয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। পুরো বিশ্বকাপ জুড়ে ব্যাপক পারফরম্যান্স করে অপরাজিত থাকলেও ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে তাদের। আর এই দুঃখটা কিছুতেই ভুলতে পারছে না ভারতীয় মহিলা ক্রিকেট দল। এমন পরিস্থিতিতে ভিভ রিচার্ডসনের একটি টুইট কিছুটা হলেও স্বস্তি দিল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে।

এই বিশ্বকাপে ভারতীয় মহিলা দল গ্রুপ পর্বের একটাও ম্যাচে হারে নি। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে গিয়ে হাজার হাজার দর্শকের কাছে আর চাপ ধরে রাখতে পারে নি হরমনপ্রিত কৌররা। সেই কারণে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে 85 রানে হারতে হয়েছে তাদের। তবে ভারতীয় দল হারলেও তাদের খেলা বেশ ভালো লেগেছে রিচার্ডসনের। সেই কারণে ভারতীয় মহিলা দলকে উদদ্বুদ্ধ করে রিচার্ডসন টুইট করে লিখেন “কখনই ভেঙ্গে পড়ো না।”

এছাড়াও ভিভ রিচার্ডসন আরও লিখেন, তোমরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুন ক্রিকেট খেলেছো, ভেঙ্গে পড়ো না, নিজেদের উপর বিশ্বাস রাখো একদিন ঠিকই ট্রফি জিততে পারবে। রিচার্ডসনের এই টুইট নিশ্চিত রূপে কিছুটা হলেও সান্ত্বনা দেবে পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো পারফরম্যান্স করা পুনম যাদব, শেফালী ভার্মাদের।

X