‘বাংলাকে নিয়ে ছবি কেউ জানায়নি’, প্রতারণা হয়েছে? শাশ্বতর মন্তব্যের পরেই ফুঁসে উঠলেন বিবেক

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সদ্য ট্রেলার লঞ্চ হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবির। সেইসঙ্গে চলতি বিতর্কে আরও ঘৃতাহুতি পড়েছে। ছবিতে বাংলার বেশ কয়েকজন অভিনেতাকে দেখা যাবে। তাঁদের মধ্যে অন্যতম হলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু সম্প্রতি শাশ্বতর একটি মন্তব্যে ছবিটিকে ঘিরে বিতর্কের পারদ আরও চড়েছে। শুটিংয়ের সময় নাকি তাঁকে জানানোই হয়নি যে এটা ‘বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। এবার শাশ্বতর মন্তব্যের পালটা জবাব দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files) বিতর্কে শাশ্বতকে জবাব বিবেকের

ব্যাপারটা খোলসা করে বলা যাক। সম্প্রতি শাশ্বত মন্তব্য করেন, শুটিংয়ের সময় ছবির নাম ‘দিল্লি ফাইলস’ ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পর তিনি জানতে পারেন যে ছবির নাম বদলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) রাখা হয়েছে। কিন্তু নাম কেন পালটানো হল সেটা তাঁর হাতে নেই। ছবিটি দেখা না পর্যন্ত তিনি বুঝতে পারবেন না নাম বদলানোর কারণ।

Vivek agnihotri and saswata chatterjee banter on the bengal files

কী জানালেন পরিচালক: শাশ্বতর এই মন্তব্যের পরেই প্রশ্ন ওঠে, তবে কি প্রতারণা করা হয়েছে তাঁর সঙ্গে? অভিনেতাকে অন্ধকারে রেখেই বদলানো হয়েছে ছবির নাম? এবার উত্তর দিলেন বিবেক (Vivek Agnihotri)। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, “ওঁকে যা বলতে বলা হয়েছে উনি তাই বলেছেন। ভারতের অন্যতম সেরা অভিনেতা শাশ্বত। অনেক দারুণ ছবিতে (The Bengal Files) অভিনয় করেছেন তিনি। তাঁর ছবিতেও শাশ্বত যেভাবে অভিনয় করেছেন তার জন্য জাতীয় পুরস্কারও পেতে পারেন তিনি।

আরও পড়ুন : এক ঘন্টার পথ পেরোনো যাবে ১০ মিনিটে, মেট্রোর নতুন রুটে কী কী সুবিধা পাবেন নিত্যযাত্রীরা?

আগেই বদল হয়েছিল নাম: পরিচালক আরও বলেন, ছবিতে মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। বাংলাকেই কেন্দ্র করে তৈরি হয়েছে ছবিটি। অনেক বাঙালি অভিনেতা কাজ করেছেন ছবিতে। তিনি আরও বলেন, অনেক আগেই ছবির (The Bengal Files) নাম বদলেছে। পোস্টার মুক্তি পাওয়ার পর সবাইকে পাঠানোও হয়েছিল। এখন যদি কেউ এমন মন্তব্য করেন তবে তাঁর আর কিছু বলার নেই। বিবেকের কথায়, বাংলার মাটিতে তাঁকে যেমন বলতে বলা হয়েছে শাশ্বত তেমনই বলেছেন। এতে তাঁর কিছু করার নেই।

আরও পড়ুন : একটি মাছেই লেগে গেল লটারি, আড়াই কেজি ওজনের ইলিশের যা দাম উঠল… কল্পনাও করতে পারবেন না!

‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগও উঠেছে। শাশ্বত এ বিষয়ে বলেন, ইতিহাস বিকৃত হল কিনা সে দায় তাঁর নয়। তিনি তো আর ইতিহাসবিদ নন, তিনি অভিনেতা। তিনি তাঁর কাজ করেছেন শুধু। শাশ্বত বলেন, এখন কেউ পুরো ছবির গল্প অভিনেতাদের জানায় না। শুধু তাঁর অংশটুকুই জানানো হয়। নিজের চরিত্রটি শুনে তাঁর মনে ধরেছিল তাই তিনি অভিনয়ে রাজি হয়েছিলেন বলে জানান শাশ্বত।