এইসব বাদশা-সুলতানদের জন‍্যই বলিউড ডুবতে বসেছে, নাম না করে শাহরুখ-সলমনকে খোঁচা বিবেকের

বাংলাহান্ট ডেস্ক: বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নামটার সঙ্গে এখন সকলেই পরিচিত। বলিউডের ঘোর বিপদের সময়ে তাঁর পরিচালিত ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ব‍্যবসার হাল ধরেছিল। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের গণহত‍্যার মর্মান্তিক কাহিনি বক্স অফিসে দুরন্ত ব‍্যবসার সঙ্গে সঙ্গে দর্শকদেরও হলমুখী করেছিল। পরিচালক হিসাবে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন বিবেক অগ্নিহোত্রী।

তারপর থেকে প্রায়ই বিভিন্ন ইস‍্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। সম্প্রতি তাঁর নিশানায় এসেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান (Shahrukh Khan) ও সলমন খান (Salman Khan)। বিবেকের দাবি, এই দুই অভিনেতার জন‍্যই বলিউড আজ ডুবতে বসেছে।

vivek agnihotri
না, শাহরুখ বা সলমন কারোরই নাম নেননি বিবেক। তবে তাঁর টুইট থেকে ইঙ্গিতটা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। ঠিক কী লিখেছেন পরিচালক? টুইটে বিবেক লিখেছেন, ‘বলিউডে যতদিন এই কিং, বাদশা, সুলতানরা রয়েছে, ইন্ডাস্ট্রি ডুবতেই থাকবে। মানুষের গল্প নিয়ে মানুষের ইন্ডাস্ট্রি বানানো হোক। আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেবে বলিউড।’

বিবেক অগ্নিহোত্রীর টুইট ব‍্যাপক ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অনেকে কাশ্মীর ফাইলস পরিচালকের দাবিকেই সমর্থন করেছেন। যদিও শাহরুখ সলমন ভক্তরা রীতিমতো ক্ষুব্ধ বিবেকের উপরে। তারা মনে করিয়ে দিয়েছেন, এতদিন ধরে কিন্তু এই দুই খানই বলিউডকে জনপ্রিয়তার চূড়ায় তুলে এসেছেন। তখন কোথায় ছিলেন বিবেক অগ্নিহোত্রী?

জানিয়ে রাখি, ২০২২ এ মুক্তিপ্রাপ্ত দ‍্য কাশ্মীর ফাইলস সর্বোচ্চ IMDb রেটিং এর ক্ষেত্রে প্রথম পাঁচটি ছবির তালিকায় একমাত্র বলিউড ছবি। ৮.৫ রেটিং প্রাপ্ত কেজিএফ চ‍্যাপ্টার ২ এর ঠিক পরেই রয়েছে কাশ্মীর ফাইলস। ছবির IMDb রেটিং ৮.৩।

কিছুদিন আগে উদ্ধব ঠাকরে সরকারের পতনের পর দিয়া মির্জার একটি টুইটের উত্তরে কটাক্ষ শানিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রী। দিয়া লিখেছিলেন, ‘ধন‍্যবাদ উদ্ধব ঠাকরে, আপনি জনতা এবং এই গ্রহের কথা ভেবেছেন। কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জানিয়ে বলছি, দেশবাসীর সেবা করার আরো সুযোগ যেন আপনি।’

দিয়ার টুইটটি নজর এড়ায়নি ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের। তিনি পালটা কটাক্ষ শানিয়ে প্রশ্ন ছুঁড়েছিলেন, ‘কোন গ্রহ? বলিউড গ্রহ?’ পরিচালকের সেই টুইটটিও ভাইরাল হয়েছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর