বাংলাহান্ট ডেস্ক: ইদানিং নেটমাধ্যমে একটু বেশিই সক্রিয় থাকতে দেখা যাচ্ছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri)। বলিউডকে তাক করে একের পর এক টুইট বাণ ছুঁড়ছেন তিনি। তাঁর নিশানায় বারে বারে উঠে আসছেন ইন্ডাস্ট্রির তিন খান। নাম না করে ক্রমাগত তিন জনকে ঠুকে চলেছেন অগ্নিহোত্রী। এবার নিশানা বদলে পরিচালক অনুরাগ কাশ্যপকে (Anurag Kashyap) আক্রমণ করলেন তিনি।
অনুরাগের দোষ কী? তিনি মন্তব্য করেছিলেন, এবারে অস্কারের জন্য ভারত থেকে ‘আর আর আর’ ছবিটি মনোনীত করা উচিত। এস এস রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি ‘আর আর আর’ ব্লকবাস্টার হিট হয়েছে। দেশে তো বটেই, গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষের মন জয় করে কয়েক হাজার কোটি কামিয়েছে এই ছবি। আর আর আর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং সফল ছবি হিসাবে গণ্য হচ্ছে। তাই অনুরাগ মন্তব্য করেন, তাঁর মতে ‘আর আর আর’ এরই অস্কারে যাওয়ার যোগ্যতা রয়েছে।
সঙ্গে তিনি আরো বলেছেন, তিনি আশা করছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’কে মনোনীত করা হবে না। ব্যস, এতেই ক্ষেপেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর ছবি এত ভাল ব্যবসা করেছে, এত জনপ্রিয়তা পেয়েছে। তা সত্ত্বেও অন্য ছবি মনোনীত হবে কেন? অনুরাগ কাশ্যপের সাক্ষাৎকারের একটি প্রতিবেদন শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
বিবেকের দাবি, অসৎ এবং গণহত্যা অস্বীকারকারী বলিউডের লবি ফের দ্য কাশ্মীর ফাইলসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, যাতে ছবিটা অস্কারে না যেতে পারে। আর বলিউডের এই লবিকে নেতৃত্ব দিচ্ছেন ‘দোবারা’ পরিচালক অনুরাগ কাশ্যপ।
IMPORTANT:
The vicious, GENOCIDE-DENIER lobby of Bollywood has started their campaign against #TheKashmirFiles for #Oscars, under the leadership of the maker of #Dobaaraa. pic.twitter.com/1Np8K0lo27
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) August 17, 2022
সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ভারতীয় দর্শক ‘আর আর আর’ যেভাবে দেখেছে, তার তুলনায় পাশ্চাত্যের দর্শকদের দৃষ্টিভঙ্গি আলাদা। আর তারা ভীষণ পছন্দ করেছেন ছবিটি। আর আর আর এতটাই প্রভাব ফেলেছে বলিউডে যে যদি ভারত থেকে এই ছবিটা মনোনীত হয় অস্কারের জন্য, তাহলে সেরা পাঁচের মধ্যে যাবেই যাবে। এরপরেই অনুরাগ বলেন, তিনি জানেন না কোন ছবি বাছা হবে, তবে কাশ্মীর ফাইলস না হলেই ভাল।