প্রশাসনের চাপে বাংলায় মুক্তি পেল না ‘দ্য বেঙ্গল ফাইলস’? আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অগ্নিহোত্রীর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার, ৫ ই সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। দেশজুড়ে মুক্তি পেলেও আশঙ্কা মতোই বাংলায় ব্রাত্য থেকে গেল বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি। পরিচালকের ছবিটি নিয়ে প্রথম থেকেই বিতর্কের অন্ত ছিল না। ট্রেলার মুক্তি নিয়েই কলকাতার বুকে বিতর্কের ঝড় উঠেছিল। পাঁচতারা হোটেলে মাঝপথেই আটকে দেওয়া হয়েছিল ট্রেলার (The Bengal Files) মুক্তি। তা নিয়ে রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছিলেন বিবেক। আর এবার বাংলায় ছবি মুক্তি না পাওয়া নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন তিনি।

বাংলায় মুক্তি পায়নি দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)

বাংলায় ছবি মুক্তি না পাওয়া নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন বিবেক। তিনি দাবি করেন, বাংলার অনেক সিনেমা হলের মালিকদের সঙ্গেই ব্যক্তিগত ভাবে কথা হয়েছে তাঁর। পরিচালক জানান, হল মালিকরা তাঁকে জানিয়েছেন, প্রশাসনের তরফে তাঁদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে ছবি (The Bengal Files) হলে না দেখানো হয়। কিন্তু তাঁরা স্পষ্ট ভাবে কারোর বিরুদ্ধে মুখ খোলেননি বলেও জানিয়েছেন বিবেক।

Vivek agnihotri warns to take legal action as the bengal files didn't release in Bengal

কেন হলে চলছে না ছবি: এর জন্য অবশ্য হল মালিকদের দোষ দেখছেন না বিবেক অগ্নিহোত্রী। তাঁর কথায়, নিজেদের সম্পত্তি বাঁচাতেই হল মালিকরা বেঙ্গল ফাইলস (The Bengal Files) দেখাচ্ছেন না। এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন। এর আগেও একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধ করেছিলেন যাতে ছবির (The Bengal Files) মুক্তি না আটকানো হয়।

আরও পড়ুন : গঙ্গার বুকে ভাসতে ভাসতে সাক্ষী থাকুন তিলোত্তমার ইতিহাসের, ভিড় বাড়ছে জল-মেট্রোয়, কত ভাড়া ‘ঢেউ’এর?

মুখ খুলেছেন পরিচালক: সেই ভিডিওতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে পরিচালক বলেছিলেন, তিনি ভারতীয় সংবিধানের শপথ নিয়েছেন। দেশের প্রত্যেক নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার শপথ নিয়েছেন তিনি। ছবিটি সিবিএফসি থেকে পাস সার্টিফিকেট পেয়েছে। এই সিবিএফসি সাংবিধানিক সংগঠন। ছবিটি (The Bengal Files) যাতে শান্তিপূর্ণ ভাবে মুক্তি পায় তার দায়িত্ব মুখ্যমন্ত্রীকেই নিতে হবে বলে ওই ভিডিওতে মন্তব্য করেন বিবেক।

আরও পড়ুন : বর্ষা শেষ হতে চললেও চোখ রাঙাচ্ছে ইলিশের দাম, রান্না পুজোয় কী অবস্থা হবে? জবাব মৎস্যজীবীদের

বাংলার প্রশংসা করেও বিবেক বলেন, বাংলায় যে শুধুই ব্যথার ইতিহাস রয়েছে তা তো নয়। বাংলা সভ্যতার মুকুট। এই বাংলা থেকেই ভারতের নবজাগরণের শুরু। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু এঁরা সকলেই বাংলার সন্তান। বাংলা জাতীয়তাবাদের শিক্ষা দেয়। আবার এই রাজ্য দুবার বিভাজিতও হয়েছে। কিন্তু বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা কি এই ইতিহাসের বিষয়ে অবগত? প্রশ্ন তুলেছেন বিবেক। অন্যদিকে পল্লবী যোশীও বিষয়টি নিয়ে রাষ্ট্রপতিকে অবগত করেছেন বলে জানা গিয়েছে।