ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বয়কটের ডাক বিবেক অগ্নিহোত্রীর, কারণ জানলে চমকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড (Filmfare Award)  নিয়ে একাধিকবার ক্ষোভ শোনা গেছে সলমান খান (Salman Khan) থেকে শুরু করে আমির খানের (Amir Khan) গলায়। আর এবার সেই একই সুরে সুর মেলালেন ‘ দ্যা কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৩ তে মোট সাতটি বিভাগে মনোনীত হয়েছিল ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবিটি। কিন্তু তারপরেও রেগে আগুন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি উগড়ে দিলেন ক্ষোভ। লিখলেন, ‘ আমি কখনই এই অনৈতিক এবং সিনেমা বিরোধী অনুষ্ঠানের অংশ হতে চাই না। আর সে কারণেই ভদ্রতার সঙ্গে প্রত্যাখ্যান করলাম নিমন্ত্রণ’।

Vivek Agnihotri

এখানেই শেষ নয়। পরিচালকের সংযোজন, ‘ফিল্মফেয়ার কর্তৃপক্ষের ধারণা তারকারা ছাড়া আর কেউই যোগ্য নয় মুখ দেখানোর। আর সে কারনেই এই অনৈতিক আওয়ার্ডে সঞ্চয় লীলা বনশালি কিংবা সূরজ বরজাতিয়ার মতো পরিচালকদের কোন মূল্য দেওয়া হয় না’।

তাঁর সংযোজন, ‘আলিয়া ভাটের সঙ্গে মুখের মিল রয়েছে সঞ্জয় লীলা বনশালির। আবার অমিতাভ বচ্চনের সঙ্গে মুখের মিল রয়েছে সূরজ বরজাতিয়ার। এবং অনিশ বাজমিকে অনেকটাই কার্তিক আরিয়ানের মতন দেখতে। ব্যাস এইটুকুনির জন্যই সম্মানিত করা হয় চিত্র নির্মাতাদের। ব্যাপারটা কিন্তু একেবারেই সে রকম নয়। খুব শীঘ্রই এই অপমানজনক ব্যবস্থা বন্ধ করা উচিত’।

২০২২ সালে মুক্তি পেয়েছে ‘দ্যা কাশ্মীর ফাইলস’। অপ্রত্যাশিতভাবেই দর্শক মহলে বেশ ভালোই সারা ফেলেছে এই ছবি। যদিও সমালোচকদের একটা বড় অংশের দাবি, দেশের সরকারের প্রচার করা হয়েছে এই ছবিতে আর সে কারণেই এসেছে সাফল্য।

Vivek Agnihotri

শুধুমাত্র সিনেমা সাফল্য নয়। সারা বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। আর এবার এই সিনেমারই পরিচালক বলি জগতের জনপ্রিয় অ্যাওয়ার্ড শোকে ‘বয়কটের’ ডাক দিলেন। নাম লেখালেন খানেদের তালিকায়।


additiya

সম্পর্কিত খবর