বাংলা হান্ট ডেস্কঃ ভোট ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যেই রাজ্যে শোরগোল! সোমবার আচমকাই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই সঙ্গেই বিকেল ৫টার মধ্যে বিকল্প তিনটি নাম চেয়ে পাঠানো হয়। কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ডিজি পদের জন্য তিনজনের নাম পাঠিয়েছিল রাজ্য। এবার তাঁদের মধ্যে থেকে বিবেক সহায়কে (Vivek Sahay) বেছে নেওয়া হল।
জানা যাচ্ছে, রাজ্যের তরফ থেকে যে তালিকা পাঠানো হয়েছিল, তার প্রথম নামটাই ছিল বিবেকের। সেই বিবেককেই রাজীবের উত্তরসূরি হিসেবে বেছে নিল কমিশন। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে গিয়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক। ১৯৮৮ ব্যাচের এই IPS অফিসারকেই এবার রাজ্য পুলিশের ডিজি (West Bengal DGP) পদে আসীন করা হল।
২০২৩ সালের নভেম্বর মাসে বিবেককে ডিজি (হোমগার্ড) পদে নিয়োগ করা হয়। জানা যাচ্ছে, বিবেক ছাড়াও আরও দু’জন সিনিয়র IPS অফিসারের নাম পাঠিয়েছিল রাজ্য। সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারকে বাদ দিয়ে বিবেককেই শেষ অবধি বেছে নেয় কমিশন। সঞ্জয় মুখোপাধ্যায় বর্তমানে রাজ্য দমকল বিভাগের ডিজি। অপরদিকে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রধানের পদে আসীন রাজেশ।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে DA মামলায় শুনানি! কী রায় দিল শীর্ষ আদালত? কপাল খুলল সরকারি কর্মীদের?
প্রসঙ্গত, গত শনিবার থেকেই গোটা দেশজুড়ে লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। আসন্ন লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে করানোর বিষয়ে কমিশন (Election Commission of India) যে বদ্ধপরিকর তা পরিষ্কার করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। গোটা দেশ জুড়ে আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হল। এছাড়া ৬টি রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং হিমাচল প্রদেশ এবং মিজোরামের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের সচিবদেরও সরানো হয়েছে।
লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজীব কুমারকে ফের রাজ্যের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব পদে ফেরত পাঠানো হয়েছে। কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন সম্বন্ধিত কোনও কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না রাজীব। তবে এই প্রথম নয়, ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে তদানীন্তন পদ থেকে সরানো হয়েছিল তাঁকে। এরপর উনিশের লোকসভা ভোটের আগে ডেপুটেশনে দিল্লি পাঠিয়ে দেওয়া হয় রাজীবকে।