বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে এবার শুভেচ্ছা জানালেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ইতিমধ্যেই এই বিষয়টি সামনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভারত-রাশিয়া সম্পর্ক জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মোদী এটাও জানিয়েছেন যে, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ভারত সম্ভাব্য সকল উপায়ে অবদান রাখবে।
প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানালেন পুতিন (Vladimir Putin):
“X” মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমার বন্ধু, রাষ্ট্রপতি পুতিন (Vladimir Putin), আমার ৭৫ তম জন্মদিনে আপনার ফোন কল এবং উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের বিশেষ এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারত সম্ভাব্য সকল অবদান রাখতে প্রস্তুত।”
Thank you, my friend, President Putin, for your phone call and warm wishes on my 75th birthday. We are committed to further strengthening our Special and Privileged Strategic Partnership. India is ready to make all possible contributions towards a peaceful resolution of the…
— Narendra Modi (@narendramodi) September 17, 2025
উল্লেখ্য যে, পুতিন মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারে তাঁর অসামান্য ব্যক্তিগত অবদানের প্রশংসা করেছেন। ক্রেমলিনের (রাশিয়ার রাষ্ট্রপতি ভবন) ওয়েবসাইটে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় পুতিন বলেন, “আপনি (মোদি) সরকার প্রধান হিসেবে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনার দেশবাসীর কাছ থেকে উচ্চ সম্মান অর্জন করেছেন এবং বিশ্ব মঞ্চে উল্লেখযোগ্য প্রভাব রেখেছেন।” পুতিন আরিও বলেন, মোদীর নেতৃত্বে ভারত সামাজিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
আরও পড়ুন: চলতি মাসেই বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা! জারি NOTAM, সামনে এল দিনক্ষণ
পুতিন (Vladimir Putin) জানান, “আপনি আমাদের দেশগুলির মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিকভাবে উপকারী রাশিয়ান-ভারতীয় সহযোগিতা বিকাশে অসামান্য ব্যক্তিগত অবদান রেখেছেন।” জানিয়ে রাখি যে, পুতিন ছাড়াও, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সহ বিশ্বের একাধিক শীর্ষ নেতৃত্ব শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন: এশিয়া কাপ চলাকালীন গড়লেন ইতিহাস! ICC র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছলেন বরুণ চক্রবর্তী
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। তিনি গুজরাটের ভাদনগরের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছেন। শুল্ক নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার আবহেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবে ট্রাম্পের এই শুভেচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প বলেন, মোদী দুর্দান্ত কাজ করছেন এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সমর্থনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।