jio এর পথেই হাঁটল vodafone, দিনে ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল বিনামূল্যে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রিলায়েন্স জিও (jio) এর দেখানো পথেই এবার গ্রাহকদের মন রাখতে প্রতিদিন ২ জিবি ডেটা দিচ্ছে ভোডাফোন (vodafone)। এই অফার এর সুবিধা পেতে হলে, আপনার ভোডাফোন নম্বর থেকে ১২১৩৬৩ নম্বর ডায়াল করতে হবে। আর আপনি যদি নির্বাচিত গ্রাহকদের মধ্যে একজন হন, তবে আপনি এই অফারটি পাবেন। এসএমএস-এর মাধ্যমে কোম্পানি আপানাকে তা জানিয়ে দেবে আপনি নির্বাচিত কিনা।

তবে কিভাবে গ্রাহক নির্বাচন করছে ভোডাফোন তা সম্পর্কে এখনো কিছু জানা যাচ্ছে না। চেন্নাই, কলকাতা, নয়াদিল্লি, পঞ্জাব এবং উত্তরপ্রদেশ সার্কেলের গ্রাহকরা ইতিমধ্যেই অতিরিক্ত সুবিধা পাওয়ার কথা জানিয়েছেন।

https://www.instagram.com/p/B-_gtRgBerg/?igshid=31n8f7fgd63i

এর আগে, 2 দিন জিবি এক্সট্রা ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল jio। কোম্পানির এক্সট্রা ডেটা 27 এপ্রিল থেকে উজারদের একাউন্টে জমা করা শুরু করা হয়েছে। কিছু ইউজারের একাউন্টে এটি 28 এপ্রিলেরও ক্রেডিট হয়েছে।এক্সট্রা ডেটা ক্রেডিট এর পরে এই চার দিন পর্যন্ত বৈধ।আপনার যদি প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যান থাকে তা আগামী ৪ দিনের জন্য ৩.৫ জিবি হয়ে যাবে।

https://www.instagram.com/p/B_uDqdmhy_8/?igshid=12et7ll8kee5l

করোনা প্রতিহত করতেই দেশজুড়ে এই মুহুর্তে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ। বহু অঞ্চলে রিচার্জ করাতে পারছেন না মানুষ। এবার গ্রাহকদের বিপদে এগিয়ে এল টেলিকম সংস্থা গুলি। তারা জানিয়েছে, আগামী ৩ মে ৩ মে পর্যন্ত রিচার্জ না করলেও ইনকামিং সুবিধা বজায় থাকবে।

সম্পর্কিত খবর

X