মানা হল দীর্ঘদিনের দাবি! অবশেষে ভাতা বাড়ছে এই কর্মীদের

Published on:

Published on:

allowance hike

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিনের দাবি। অবশেষে তাতে মান্যতা দিয়ে বাড়ল ভাতা। আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে বড়সড় ঘোষণা কমিশনের। ১১ বছর পর ভোটকর্মীদের ভাতা বৃদ্ধির (Allowance Hike) সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election commission Of India)। জানিয়ে রাখি, ভোটগ্রহণের কাজে যুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ আধিকারিকদের বিশেষ ভাতা বৃদ্ধি করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে খুশি ভোটকর্মীরা। তবে ভাতার টাকা যাতে ঠিক সময় মেলে সেই দাবি জানিয়েছেন তারা।

কাদের, কত করে ভাতা বাড়াল নির্বাচন কমিশন? Allowance Hike

প্রসঙ্গত, ভোটগ্রহণ প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত সমস্ত শ্রেণির কর্মী ও আধিকারিকদের শেষবার ২০১৪ সালে ভাতা বাড়ানো হয়েছিল। তারপর ২০২৫ এ এসে বাড়ল ভাতা। জানিয়ে রাখি, ভোটের বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা এতদিন সাড়ে তিনশো টাকা ছিল। এবার তা ১৫০ টাকা বেড়ে ৫০০ হচ্ছে। দৈনিক ভাতার বদলে এককালীন ভাতা ২,০০০ টাকা দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।

ভাতা বেড়েছে পোলিং অফিসারদেরও। পোলিং অফিসারদের দৈনিক ভাতা ২৫০ টাকা ছিল তা থেকে ১৫০ টাকা বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। দৈনিক ভাতার বদলে এককালীন ভাতা ১৬০০ টাকা দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি মাইক্রো অবজারভারদেরও ভাতা বেড়েছে। তাদের এককালীন ভাতা দ্বিগুন করা হয়েছে। ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ করা হয়েছে।

Election Commission decide to remove 56 lakh names from voter list in Bihar

আরও পড়ুন: ‘এক বছর পরেও অধরা আসামিরা’, RG Kar কাণ্ডে আসল দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়ে সরব রচনা

এছাড়াও ভাতা বেড়েছে ভোটগণনা সহকারী, ভোটের কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণি কর্মী, ভিডিও নজরদারি টিম সহ বিভিন্ন শ্রেণির কর্মীদের। খাওয়াদাওয়া খাতে এতদিন দৈনিক ১৫০ টাকা থেকে একধাক্কায় বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কমিশন ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত বিএলও সহ বিভিন্ন শ্রেণির সরকারী আধিকারিক ও কর্মীদের ভাতা বাড়িয়েছে।