বাংলাহান্ট ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। তার আগে সকল ভারতবাসীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের আগে ভোটার কার্ড ও আধার লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের দেশে ভোট পরিচালনার দায়িত্বে থাকে নির্বাচন কমিশন।
তাই কমিশনের যেকোনও বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধার্য্য হয়। মনে করা হচ্ছে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা থাকলে ভোট আয়োজন আরো সহজ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাই পরামর্শ দেওয়া হয়েছে ভোটার কার্ডের সাথে যাতে আধার কার্ড লিঙ্ক করে নেন প্রত্যেক নাগরিক।
আরোও পড়ুন : নার্স চাকরি থেকে BDO! অনন্য নজির গড়লেন বঙ্গতনয়া মৃন্ময়ী, কীভাবে এল সাফল্য?
কীভাবে আধারের সাথে লিংক করবেন ভোটার কার্ড? এই পদ্ধতি খুবই সহজ। কিছু স্টেপ গ্রহণ করলে আপনারা ঘরে বসেই ভোটার কার্ডের সাথে লিঙ্ক করাতে পারবেন আধার কার্ড। প্রথমে আপনাদের লগইন করতে হবে https://www.nvsp.in/ বা ভোটার সার্ভিস পোর্টাল https://voters.eci.gov.in/- এ।
আরোও পড়ুন : আসানসোল থেকে এবার ট্রেনে চাপলেই NJP! বড় ঘোষণা রেলের, নজর রাখুন সময়সূচিতে
এখানে যদি আগে থেকে এখানে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপ করে নিতে হবে। যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে ওটিপি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওটিপি।
এরপর ওয়েবসাইটে প্রবেশ করা হলে আধার কালেকশন অপশনে ক্লিক করে ফর্ম ৬বি পূরণ করতে হবে। তারপর প্রয়োজন হবে আধার, ফটো আইডির। এরপর লিখতে হবে এপিক নম্বর। তারপর ক্লিক করতে হবে ‘ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম’ অপশনে। সেখানে ‘ফর্ম ৬বি’ পূরণ করে অন্যান্য কাগজপত্র ফিলাপ করতে হবে।