বিধানসভা ভোটের আবহে আসানসোলে আবর্জনার স্তূপে একাধিক ভোটার কার্ড, চাঞ্চল্য এলাকাজুড়ে

Published on:

Published on:

Voter ID Cards Found in Garbage Heap Sparks Tension in Asansol

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি আসানসোলের (Asansol) সালানপুরে ঘুরে যাওয়া একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এলাকার একটি আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল একগুচ্ছ ভোটার কার্ড। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জল্পনা। এসব কার্ড আসল না ভুয়ো? কে বা কারা এইভাবে ফেলে গেল? এরকম একাধিক প্রশ্নের তদন্তে নেমেছে পুলিশ।

আসানসোলে (Asansol) একটি আবর্জনার স্তুপে ২৫টিরও বেশি ভোটার কার্ড উদ্ধার

স্থানীয় বাসিন্দাদের দাবি, আবর্জনার মধ্যে ফেলে রাখা কার্ডগুলি ভুয়ো। তাই গোপনে দুষ্কৃতীরা এগুলি এখানে ফেলে গিয়েছে। খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৫টিরও বেশি ভোটার কার্ড উদ্ধার করে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ভোটার কার্ডগুলির বেশিরভাগের ঠিকানা দেওয়া রয়েছে আসানসোলের চিত্তরঞ্জন এলাকার।

এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসনও। আসানসোলের (Asansol) সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানিয়েছেন, উদ্ধার হওয়া প্রতিটি কার্ড খতিয়ে দেখা হচ্ছে। আসল না নকল, তা দ্রুত যাচাই করা হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, চিত্তরঞ্জন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের লোহাট এলাকায় এতগুলি ভোটার কার্ড এল কীভাবে?

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। স্থানীয় তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় অভিযোগ করেছেন, “SIR নিয়ে নানা ষড়যন্ত্র করছে বিজেপি, এই ঘটনাও সেই ষড়যন্ত্রের অংশ হতে পারে।” অন্যদিকে, বিজেপি-র দাবি, শাসক দলই এর জন্য দায়ী। ফলে এই ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

Voter ID Cards Found in Garbage Heap Sparks Tension in Asansol

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী ও রেশন কার্ডকেও পরিচয়পত্র হিসেবে বৈধতা দেওয়ার দাবি, মুখ্যসচিবের আবেদন খারিজ করল কমিশন

আবর্জনার স্তূপে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় প্রশাসন তদন্ত শুরু করেছে। তবে এগুলি আসল না নকল, সেই রহস্য উন্মোচিত না হওয়া পর্যন্ত কৌতূহল থেকে যাবে সাধারণ মানুষের মধ্যে। আসানসোল (Asansol) জুড়ে ইতিমধ্যেই উত্তেজনা চরমে।