মাথাভাঙা-শীতলকুচি-কুমারগ্রাম, বাংলায় ৯০ লক্ষ ভুয়ো ভোটার! বাড়ি-বাড়ি সমীক্ষার দাবি শুভেন্দুর

Published on:

Published on:

Voter list fraud in Bengal alleges Suvendu Adhikari

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভা থেকে হেঁটে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে রীতিমতো তোপ দাগলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। অভিযোগ, ভুয়ো ভোটার (fake voters) দিয়ে ভোটার তালিকা ভরিয়ে তোলা হচ্ছে, যার নেপথ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ। দাবি তুললেন, বাংলায় অবিলম্বে বাড়ি-বাড়ি সমীক্ষা চালানো হোক।

রোহিঙ্গা, নেপালি, বাংলাদেশি! কারা ভরাচ্ছে বাংলার ভোটার তালিকা

বিহারের মতো বাংলাতেও লক্ষ লক্ষ অবৈধ ভোটার (illegal voters) ঢুকে পড়েছে, এমনটাই দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, “মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে মিছিল করছেন! বিএসএফকে জমি না দিয়ে অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছেন।”” তিনি আরও বলেন, সাহাজ শেখদের মতো বহু রোহিঙ্গা নাগরিকের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।

শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, ভুয়ো আধার কার্ড (Aadhaar), জন্ম শংসাপত্র, ভোটার আইডির উৎসস্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ভোটার তালিকার বাড়বাড়ন্তের উদাহরণ দিয়ে জানান, মাথাভাঙা ২১.০৭%, শীতলকুচি ২৪.৬২%, কুমারগ্রাম ২১% হারে ভোটার সংখ্যা বেড়েছে। তাঁর আশঙ্কা, বাংলায় ৯০ লক্ষ ভুয়ো ভোটারের অস্তিত্ব রয়েছে।

বিগত ভোটে ৩৫,০০০ সিসিটিভি ক্যামেরা (CCTV camera) কারসাজি করা হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু (Suvendu Adhikari)। প্রশ্ন তোলেন, অল পার্টি বৈঠকে বিজেপি বিধায়কদের উপর হামলা হলেও ব্যবস্থা নিচ্ছে না কেন প্রশাসন? তিনি বলেন, “বিল যদি মুখ্যমন্ত্রীর কথা শোনে, কাকদ্বীপের ডেটা এন্ট্রি অপারেটরের পরিণতি হবে তারও।”

Voter list fraud in Bengal alleges Suvendu Adhikari

আরও পড়ুনঃ বাংলাদেশের ভেঙে ফেলা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি, প্রতিবাদে সরব মমতা, পাশে কেন্দ্র

বাড়ি-বাড়ি সমীক্ষাই একমাত্র উপায়, দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)

সবশেষে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি তোলেন, বাংলার ভোটার তালিকা থেকে ভুয়োদের বাদ দিতে হলে ঘরে ঘরে সমীক্ষা (door-to-door survey) একমাত্র পথ। তিনি বলেন, “যদি পুলিশ বিজেপি বিধায়কদের সুরক্ষা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে?”